ঢাকা : সকল অপেক্ষার অবসান ঘটিয়ে সেন্সর পেল ভারতীয় হিন্দি সিনেমা জাওয়ান। বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে সিনেমাটি সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে বলে জানিয়েছেন অনন্য মামুন।
এর আগে গত সোমবার রাতে সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়ে। আজ দুপুরে সিনেমাটি সেন্সর বোর্ডে প্রদর্শিত হওয়ার পর বিনা কর্তনে ছাড়পত্র পায়।
আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন জানান, আজ সন্ধ্যা থেকে দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে জাওয়ান।
বাংলাদেশে জাওয়ান আমদানি করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ। বিনিময় প্রথায় ‘জাওয়ান’-এর বিপরীতে ভারতে যাচ্ছে শাকিব খানের ‘নবাব এলএলবি’ সিনেমাটি।
বিশ্বব্যাপী ১০ হাজার হলে মুক্তি পাচ্ছে জাওয়ান। এর মধ্যে বাংলাদেশের ৪৮ প্রেক্ষাগৃহে দেখা যাবে সিনেমাটি।
রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত জাওয়ান নির্মাণ করেছেন ‘থেরি’, ‘মার্সেল’, ‘বিগিল’ খ্যাত পরিচালক অ্যাটলি কুমার। ছবিতে শাহরুখ খানের সঙ্গে প্রথবার জুটি বেধেছেন দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা।
ছবিতে আরও রয়েছেন, বিজয় সেথুপতি, প্রিয়মণি, সঞ্জীতা, ঋদ্ধি ডোগরা, সুনীল গ্রোভার, বোমান ইরানি, সঞ্জয় দত্ত প্রমুখ। ক্যামিও চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকোনকে।
এমটিআই