ঢাকা : বলিউডের ড্রামা কুইন কঙ্গনা রানাউতকে সামনে পেলে দুটি চড় মারতে চান পাকিস্তানি অভিনেত্রী নওশীন শাহ। সম্প্রতি পাকিস্তানের 'হাদ কার দি' নামের একটি শো তে উপস্থিত হয়েছিলেন নওশীন। সেখানে তিনি তার এই ইচ্ছার কথা জানান। এই শোতে সঞ্চালকের প্রশ্ন ছিল সুযোগ পেলে কোন বলিউড অভিনেত্রীর সঙ্গে তিনি দেখা করতে চান। এমন প্রশ্নের উত্তরে তিনি কঙ্গনা রানাউতের নাম বলেন।
এরপর জানান তার এমন ইচ্ছের কারণ। তিনি বলেন, 'পাকিস্তান নিয়ে তার কোনো ধারণাই নেই। যা মনে আসে তাই বলে। কঙ্গনার সঙ্গে দেখা হলে তাকে দুটো চড় মারতে চাই।' বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা কিছুদিন আগে রাজনৈতিক বিষয়ে পাকিস্তানকে কটাক্ষ করেন। তারই প্রেক্ষিতে তার ওপর জমে থাকা ক্ষোভ উগড়ে দেন নওশীন।
কঙ্গনাকে পরামর্শ দিয়ে নওশীন আরও বলেন, 'অন্য দেশ নিয়ে মন্তব্য না করে কঙ্গনা বরং নিজের দেশ, নিজের অভিনয়, নিজের পরিচালনা ও নিজের কাজে মনোযোগ দিক। বিতর্ক আর সাবেক প্রেমিকদের প্রতি মনোনিবেশ করুক।' ক্ষোভ উগড়ে দিলেও নওশীন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রীর অভিনয়ের প্রশংসা করেছেন।
তিনি বলেছেন, কঙ্গনা অভিনেত্রী হিসেবে অনেক দক্ষ ও মেধাবী। কিন্তু অন্যদেশের প্রতি তার দৃষ্টিভঙ্গি ভালো না। এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা উচিত। নওশীনের এমন মন্তব্য হয়ত এখনো পৌঁছায়নি কঙ্গনার কাছে। পৌঁছালে এর পাল্টা জবাব দিতে দেরি করতেন না এই অভিনেত্রী।
এমটিআই