Menu
ঢাকা : বলিউডে অভিষেক হতে যাচ্ছে কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের। অনিক চৌধুরীর ‘দ্য জেবরাস’ সিনেমায় দেখা যাবে তাকে। এমনটা নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। প্রিয়াঙ্কার বিপরীতে সিনেমাটিতে রয়েছে ‘ফ্যামিলিম্যান’ সিরিজখ্যাত সরিব হাসমি।
তার কথায়, ‘দ্য জেবরাসের গল্পটা শুনেই আমার ভালো লেগেছিল। এটি ভীষণ ইউনিক আর ডেলিকেট সাবজেক্ট। এই গল্পে অনেকটা জায়গা জুড়ে রয়েছে এআই। সিনেমায় বর্তমান ফ্যাশন জগতের একটি দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর আমি এখানে একজন মডেলের চরিত্রে অভিনয় করছি।’
প্রিয়াঙ্কা সরকার বলেন, ‘এআই এখন কতটা প্রাসঙ্গিক আর আগামী দিনে এর কী রকম প্রভাব পড়তে পারে, সেই দিকটাই দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা। কাজটি যখন শুরু হবে, অর্থাৎ ফ্লোরে গেলে আরও ভালোভাবে বিষয়টি বুঝতে পারব।’
সব ঠিক থাকলে নায়িকা আগামী বছর পা রাখতে চলেছেন বলিউডে। ২০০৮ সালে রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে দারুণ পরিচিতি লাভ করেন প্রিয়াঙ্কা সরকার। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। একাধিক বাংলা ছবি আর ওয়েব সিরিজে কাজ করেছেন।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT