Menu
ঢাকা : ‘পাত্রী চাই’ শিরোনামে কলকাতার একটি সিনেমা করছেন তাসনিয়া ফারিণ। ছবিটি পরিচালনা করছেন আমির খানের চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী।
সোশ্যাল স্যাটায়ারধর্মী গল্পে নির্মিত এ ছবিতে ফারিণের সঙ্গে জুটি বেঁধেছেন অর্জুন চক্রবর্তী। আরও রয়েছেন সব্যসাচী চক্রবর্তী ও মমতাশস্কর। প্রমোদ ফিল্মসের প্রযোজনায় আসন্ন পূজোর পরেই শুটিংয়ে গড়াবে এই সিনেমাটি।
ভারতীয় গণমাধ্যমকে চিত্রনাট্যকার বিপ্লব জানিয়েছেন, পুরুষতান্ত্রিক সমাজের ফাঁপা দস্তকে নাড়িয়ে দেওয়ার গল্প ‘পাত্রী চাই’।
বছর কয়েক আগে নতুন চিত্রনাট্যকারের খোঁজে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানে বিচারকের আসনে ছিলেন আমির খান।
বলছিলেন, তিনি বিপ্লব গোস্বামীর লেখা পড়ে চমকে গিয়েছিলেন। এরপর বিপ্লবকে একদিন নিজের বাড়িতে ডেকে পাঠালেন আমির। জানালেন, তার চিত্রনাট্যে নিজস্ব প্রযোজনায় সিনেমা করতে চান। এরপর সেই গল্প নিয়ে তৈরি হয়েছে লাপতা লেডিস। ছবিটি পরিচালনা করেছিলেন কিরণ রাও।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT