• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শাহরুখকে জড়িয়ে ধরে চুমু দীপিকার, রণবীর গাইলেন গান!


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ১৭, ২০২৩, ০২:২৬ পিএম
শাহরুখকে জড়িয়ে ধরে চুমু দীপিকার, রণবীর গাইলেন গান!

ঢাকা : জওয়ান সিনেমার সাফল্যে আয়োজিত সংবাদ সম্মেলনে সাদা শাড়িতে আবেদনময়ী লুকে ধরা দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। যেখানে উপস্থিত ছিলেন শাহরুখসহ সিনেমার অন্যান্য শিল্পীরাও। অনুষ্ঠানের ফাঁকে শাহরুখ খানকে জড়িয়ে ধরে চুমু দেন রণবীর ঘরনী।

চুমুর সেই ছবি সোশ্যালে শেয়ার করেন অভিনেত্রী নিজেই। এটা নিয়ে নেট দুনিয়ায় চলছে চর্চা। সবার চোখ তখন রণবীর সিংয়ের দিকে। এই চুমু নিয়ে কী প্রতিক্রিয়া দেখাবেন তিনি। অন্য কোথাও নয়, সেই ছবির মন্তব্যের ঘরেই প্রতিক্রিয়া জানালেন রণবীর।

প্রিয়তমার সঙ্গে সহকর্মীর এমন ছবিতে তাদের সিনেমার গানের লাইন দিয়েই জানালেন প্রতিক্রিয়া। রণবীর লেখেন, ‘ইশক মে দিল বানা হ্যায়, ইশক মে দিল ফানাহ হ্যায়।’

এটি ‘জওয়ান’ সিনেমার ‘চালেয়া’ গানের প্রথম দুই লাইন। এই মন্তব্য দেখে বোঝা যায় স্ত্রীকে শাহরুখকে চুমু দিতে দেখে মোটেও মন খারাপ করেননি রণবীর।

মাত্র ৮ দিনেই প্রায় ৭০০ কোটি রুপি আয় করে ফেলেছে ‘জওয়ান’। শুক্রবার ছিল এই সিনেমার সাকসেস পার্টি। মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে অনুষ্ঠিত হয় সেই পার্টি।

এমটিআই

Wordbridge School
Link copied!