• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

তামিল অভিনেতা বিজয় অ্যান্টনির মেয়ের রহস্যজনক মৃত্যু


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ২০, ২০২৩, ১১:৪৪ এএম
তামিল অভিনেতা বিজয় অ্যান্টনির মেয়ের রহস্যজনক মৃত্যু

ঢাকা : ভারতীয় অভিনেতা ও সংগীত পরিচালক বিজয় অ্যান্টনির মেয়ে মীরার রহস্যজনক মৃত্যু হয়েছে। ধারনা করা হচ্ছে, আত্মহত্যার কারণে তার মৃত্যু হয়েছে। এ খবর জানান ভারতের চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞ মনোবালা বিজয়বালান।

এক্স-এ এক বার্তায় মনোবালা জানান, নিজ বাড়ি থেকেই মীরার নিথর দেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তার পরিবার এবং স্কুলের বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল মীরাকে। সেখানে চিকিৎসকরা যাবতীয় পরীক্ষানিরীক্ষা করার পর তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে খবরে আরও বলা হয়েছে, খুবই মানসিক চাপে ছিলেন মীরা। চিকিৎসাও চলছিল তার।

গত মার্চে স্কুল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের কালচারাল সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছিলেন বিজয়ের ১৬ বছর বয়সী মেয়ে মীরা। সেই সুখবর সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন বিজয়।

চলতি বছরে থুতনি ও সার্জারির কারণে খবরে উঠে এসেছিলেন বিজয়। শ্যুটিংয়ের সময় আহত হয়েছিলেন অভিনেতা।

এমটিআই

Wordbridge School
Link copied!