• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০
প্রশ্ন পরীমণির

রাজ কার সঙ্গে থাকে, সুগার মামি নাকি অনৈতিক ব্যবসায়িক চক্র?


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৫:৪৮ পিএম
রাজ কার সঙ্গে থাকে, সুগার মামি নাকি অনৈতিক ব্যবসায়িক চক্র?

ঢাকা: দেশের চলচ্চিত্র অঙ্গনে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা যেন থামছেই না; সে তালিকায় বরাবরই এগিয়ে ছিলেন আলোচিত পরীমণি। এবার অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পথে হেটেঁছেন ঢালিউড এই অভিনেত্রী।

ইতোমধ্যে শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরীমণি। একইসঙ্গে অভিনেতা স্বামীকে নিয়ে ফেসবুকে এক বিস্ফোরক স্ট্যাটাস দেন পরী। 

যেখানে অভিনেত্রী দাবি করেন, শরিফুল রাজ তার পাতানো এক বোনকে নিয়ে পরীমণির গায়ে হাত তুলেছেন। শুধু তাই নয়, রাজ কোনো ‘সুগার মামি’র সঙ্গে থাকেন কি না সেই প্রশ্নও তোলেন তিনি। 

পরী সেই স্ট্যাটাস লিখেছেন, ধরেন এই কাজটা আমি যদি করতাম। একজনকে ভাই পরিচয় দিয়ে তার বাসায় যাবতীয় জিনিসপত্র নিয়ে গিয়ে তার সঙ্গে মাসের পর মাস পার করে দিতাম—কী বলতেন আমাকে তখন? আজ আমাকে রাজ এবং তার পাতানো বোন মিলে গায়ে হাত তুলেছে। তার জবাব মিডিয়া দিতে পারবেন তো?’

ফেসবুক থেকে নেয়া।

পরীমণি আরও লেখেন, ‘রাজ কার সঙ্গে থাকে? সুগার মমি নাকি কোনো অনৈতিক ব্যবসায়িক চক্র? কি চলে মহানগর প্রোজেক্টে তাদের ওই বাসা নামক অপকর্মের আস্থানায়? প্রশাসন, মিডিয়া যারা আছেন বের করেন এবার! অনেক কথা বলার বাকি! এত চুপ থাকা যায় না।’

যদিও স্বামীর বিরুদ্ধে দেওয়া সেই স্ট্যাটাসটি কিছুক্ষণ পরই সরিয়ে ফেলেন এই অভিনেত্রী। কিন্তু ততক্ষনে সেই পোস্টটির স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

আইএ

Wordbridge School
Link copied!