• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০

পরীমণিকে পরামর্শ জায়েদ খানের


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ২১, ২০২৩, ০৪:১৮ পিএম
পরীমণিকে পরামর্শ জায়েদ খানের

ঢাকা: তারকা দম্পতি অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণির সংসার ভেঙে গেছে। সোমবার রাজের ঠিকানায় ডিভোর্স লেটার পাঠিয়েছেন অভিনেত্রী।

এর দুদিন পর বুধবার গণমাধ্যমে উঠে আসে তাদের বিচ্ছেদের খবর। এর পর শুরু হয় নানা মহলে আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে। তবে দুঃসময়ে অনেকেই দিচ্ছেন পরীমণিকে নানা পরামর্শ।

রাজ-পরীমনির বিচ্ছেদ ইস্যুতে কথা বলেছেন চিত্রনায়ক জায়েদ খানও।

জায়েদ খান সাংবাদিকদের বলেন, রাজ-পরীমণির বিচ্ছেদ ঘটেছে, এটি তাদের ব্যক্তিগত বিষয়। আমি মনে করি ডিভোর্সটা বিয়েরই একটি অংশ। এটি নিয়ে আমার কথা বলা ঠিক হবে না।

একসময়ে সিনেমায় পরীমণির নায়ক ছিলেন জায়েদ। সেই নায়িকার ব্যক্তিগত জীবনে এখন ঝড় বয়ে যাচ্ছে। পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ নিয়ে জায়েদ বলেন, আমি মনে করি দাম্পত্য জীবন একান্ত ব্যক্তিগত বিষয়। এ বিষয়গুলো পাবলিকলি এলে শিল্পীদের সম্মান নষ্ট হয়।    

পরীমনি একের পর পোস্ট দিয়ে রাজের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন। এ বিষয়ে পরীমণিকে পরামর্শ দিয়ে জায়েদ বলেন, শিল্পীদের মানুষ এখন আর আগের মতো সম্মান করে না। এর কারণ হচ্ছে— ব্যক্তিগত বিষয় সামনে চলে আসছে। আমার পরামর্শ থাকবে— সিনেমার বাইরে ব্যক্তিগত বিষয়গুলো নিজেরাই সমাধান করা উচিত। এগুলো পাবলিকটি এলে পুরো শিল্পীদের ওপর প্রভাব পড়ে।

আইএ

Wordbridge School
Link copied!