• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

বিসিবি কর্মকর্তাদের পুরুষত্ব নিয়ে প্রশ্ন ওমর সানীর


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ২৭, ২০২৩, ০২:১৭ পিএম
বিসিবি কর্মকর্তাদের পুরুষত্ব নিয়ে প্রশ্ন ওমর সানীর

ঢাকা : বিশ্বকাপ স্কোয়াড় থেকে তামিম ইকবালের আকস্মিক বাদ পড়ায় নানান বিতর্ক সৃষ্টি হয়েছে। এনিয়ে ক্রিকেটপ্রেমীদের অভিযোগের তীর বিসিবির নির্বাচকদের দিকে।

এদিকে, ওয়ানডে দলের সাবেক এই অধিনায়কের বাদ পড়ার বিষয় মোটেও ভালোভাবে নেননি এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী।

নিয়মিত পর্দায় না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব ওমর সানী। প্রায় সময়ই নানান ইস্যুতে নিজের অনুভূতি কিংবা মতামত প্রকাশ করে থাকেন এই চিত্রনায়ক। আবার যেকোনো পরিস্থিতিতে প্রতিবাদ করতেও ভোলেন না ওমর সানী। এবার তার ব্যতিক্রম ঘটল না। তামিম ইস্যুতেও আওয়াজ তুলে সেটাই প্রমাণ করলেন এই তারকা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে তামিমের প্রতি দুঃখ প্রকাশ করে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেই সঙ্গে বিসিবির নির্বাচকের নিয়েও মন্তব্য করেছেন এই নায়ক।

পাঠকদের সুবিধার জন্য ওমর সানীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

আপনারা যারা নির্বাচক, আপনাদের খেলা আমি দেখেছি। স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন। ভীষণ পুরুষত্ব ফুটে উঠতো। আজকে এমন কি হলো, কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ দলেই নেই!

মানলাম একজন সুপারস্টারের কথায় এই সিদ্ধান্ত নিয়েছেন, আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রের প্রজা থাকতো তাহলে বলতাম- ‘আমি পদত্যাগ করলাম।’ সরি একজন খেলোয়াড় তামিম ইকবাল।

এমটিআই

Wordbridge School
Link copied!