• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

তৃণমূল নেতাকে নিয়ে ‘সেরা রোমান্টিক জায়গায়’ হানিমুনে সুদীপ্তা


বিনোদন ডেস্ক সেপ্টেম্বর ৩০, ২০২৩, ০১:৫৮ পিএম
তৃণমূল নেতাকে নিয়ে ‘সেরা রোমান্টিক জায়গায়’ হানিমুনে সুদীপ্তা

ঢাকা : গত ১ মে ধুমধাম করে বিয়ে করেছিলেন ভারতীয় অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। সাতপাকে বাঁধা পড়েন তৃণমূল নেতা সৌম্য বক্সীর সঙ্গে।

তিন বছর ধরে চুটিয়ে প্রেম করার পর বিয়ের পিঁড়িতে বসেন সুদীপ্তা। বিয়েটা হয়তো আগেই সেরে ফেলতেন। তবে করোনার কারণে দেরি হয়ে যায়।

বিয়ের পর পরই নায়িকা জানিয়েছিলেন, কিছু দিন পর মধুচন্দ্রিমায় যাবেন তারা। বিয়ের পর কেটে গেছে পাঁচ মাস। অবশেষে সময় পেলেন দম্পতি। যাওয়ার দিন থেকেই একটু একটু করে সামাজিক মাধ্যমের পাতায় স্টোরি দিচ্ছিলেন সুদীপ্তা। ধীরে ধীরে খোলসা হলো তাদের গন্তব্য।

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। চারদিকে ভায়োলিন বাজছে। আলোয় আলোকিত। এমনই সব স্বপ্নের মতো মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি। সুদীপ্তা লেখেন, 'পৃথিবীর সেরা রোমান্টিক জায়গা।' প্যারিসে ঘুরতে গেছেন সুদীপ্তা ও সৌম্য। শহরের আনাচেকানাচে ঘুরে বেড়াচ্ছেন তারা।

মধুচন্দ্রিমা কাটিয়ে সোজা নাকি তিনি ফিরবেন শুটিং ফ্লোরে। তবে কোন সিরিয়ালে কাজ শুরু করবেন এখনই বলা যাচ্ছে না। এরই মাঝে বেশ কিছু বিজ্ঞাপনে দেখা গেছে সুদীপ্তাকে।

এমটিআই

 

Wordbridge School
Link copied!