ঢাকা : ১৯৮০ সালে মুক্তি পাওয়া ‘কুরবানি’ ছবির ‘লায়লা ম্যায় লায়লা’ গানটিতে জিনাত আমানের আবেদন এখনও মনে রেখেছেন দর্শক। হঠাৎ করেই সেই গানের কস্টিউমে ধরা দিলেন হালের অভিনেত্রী জাহ্নবী কাপুর। সত্তর দশকের নায়িকার বেশে হাজির হয়ে নতুন একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।
সেখানে দেখা যাচ্ছে, জাহ্নবী আয়নার সামনে দাঁড়িয়ে তার একটি ভিডিও রেকর্ড করেছেন। ভিডিওটি শেয়ার করে অভিনেত্রী তার ক্যাপশনে লেখেন, ‘আমাকে এই প্রজন্মের জিনাত বলে ডাকবেন।’
ভিডিওটি শুধু অনুরাগীদের ভালবাসাই নয়, বহু বলিউড তারকারও দৃষ্টি আকর্ষণ করেছে। যেমন জ্যাকি শ্রফ মন্তব্যের ঘরে লিখেছেন, ‘জিনাত আমান, এবার আপনার প্রত্যাবর্তনের সময় এসেছে। এই বাচ্চাদের দেখিয়ে দিন, কী ভাবে এটা করতে হয়।’
জাহ্নবীর এই ভিডিও নজরে পড়েছে স্বয়ং জিনাত আমানের। মজা করে তিনি লিখেছেন, ‘আমার স্টাইল চুরি করলে! এবার দেখো, আমি তোমার অনুরাগীদের চুরি করব।’
এরপর জিনাত ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে জাহ্নবীর উদ্দেশে লিখেন, ‘জাহ্নবী, আমাকে একটা ফোন করো। আমার মনে হয়, আমরা দুজনে একে অপরের থেকে কিছু জিনিস শিখতে পারব।’
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর অভিনীত সিনেমা ‘বাওয়াল’। মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’। ছবিতে জাহ্নবীর বিপরীতে রয়েছেন রাজকুমার রাও।
এমটিআই