ঢাকা : ২০০ কোটি রুপির আর্থিক তছরুপের মামলায় আপাতত তিহার জেলেই দিন কাটছে ধনকুবের কনম্যান সুকেশ চন্দ্রশেখরের। তবে জ্যাকুলিনকে যেন তিনি কোনোভাবেই ভুলতে পানা। জেলে থেকেই বিভিন্ন সময় জ্যাকুলিনের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। এবার জ্যাকুলিনের জন্য উপোস করবেন সুকেশ।
আগামীকাল থেকেই শুরু নবরাত্রি। এবার জেলে বসেই নবরাত্রির পূজা করবেন, উপোস রাখবেন সুকেশ। তিনি বলেন, ‘জীবনে প্রথমবার উপোস করছি। আমি তোমার জন্য আগামী ৯ দিন নবরাত্রির উপোস রাখব। যাতে কোনো অশুভ শক্তি তোমাকে ছুঁতে না পারে।’
সম্প্রতি বরুণ ধাওয়ান, শাহিদ কাপুর, কিয়ারা আদভানির সঙ্গে দোহাতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান জ্যাকুলিন। সেখানে তার প্রেমিকাকে ঠিক কতটা সুন্দর লেগেছে, সেই ব্যাখ্যাও দিয়েছেন সুকেশ।
যদিও সুকেশের কারণে একাধিকবার ইডির (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) প্রশ্নের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। সেই সময় জ্যাকুলিন অকপটে স্বীকার করেন, সুকেশ তার জীবন নরকে পরিণত করেছে। প্রায় দেড় বছর হলো জেলবন্দি সুকেশ। জ্যাকুলিন যতই হাত সরিয়ে নিন, নিজের প্রেম জাহির করতে কার্পণ্য করছেন না সুকেশ।
এমটিআই