ঢাকা : অতীত ভুলে আবারও নতুন করে সংসার শুরু করতে যাচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস। সম্প্রতি এমনই গুঞ্জন উঠেছিল। এরপর আবার বীরকে স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার সময় শবনম বুবলীর সঙ্গেও দেখা গেছে শাকিবকে। এরপর শাকিব-অপুর মিলে যাওয়ার গুঞ্জন বাতাসে মিলিয়ে গেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে দ্বিতীয় বিয়ে নিয়ে কথা বললেন নায়িকা।
এক টেলিভিশন সাক্ষাৎকারে ভবিষ্যতে ফের বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানালেন অপু বিশ্বাস। আবার বিয়ে করার সিদ্ধান্ত আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘প্রথম বিয়েটা আমি ভেবে করিনি। তবে দ্বিতীয় বিয়ের কোনো সিদ্ধান্ত গ্রহণ, ভেবে করতে চাই।’
অপু বিশ্বাসের কথায়, ‘যখন কোনো মেয়ে ভাবে, সে ফের বিয়ে করবে এবং তার একটি সন্তান রয়েছে। এমন অবস্থায় ওই মেয়েটা হয়তো সুখী হবে, সে একজন নতুন জীবনসঙ্গী পাবে কিন্তু সন্তান একজন অন্য মানুষকে পাবে। যে তার বাবা নয়, বা যার সঙ্গে তার কোনো রক্তের সম্পর্ক নেই। ফলে সে কিন্তু সুখী হবে না।’
এরপর নিজের প্রসঙ্গ টেনে অপু আরও বলেন, ‘সুতরাং, এমন এক পদক্ষেপে হয়তো আমি সুখী হবো, কিন্তু আমার সন্তান সুখী হবে না।’
তাহলে কী সন্তানের মুখের দিকে তাকিয়ে আর বিয়ে করবেন না ঢালিউডের জনপ্রিয় এই নায়িকা? অপুর ভাষায়, ‘কার সুখকে বেশি প্রাধান্য দেব? সেটা যদি হয় আমার সন্তান এবং সে যখন জানে, এটাই তার বাবা-মা। হয়তো তারা একই ছাদের নিচে থাকছেন না, কিন্তু পরিবার একটাই। বাবা হিসেবেও অন্য কাউকে দেখতে হচ্ছে না। এই বিষয়গুলোই আমি এখন সবচেয়ে বেশি ভাবি।’
দ্বিতীয় বিয়ের পরিকল্পনায় সরাসরি ‘না’ শব্দের ব্যবহার না করলেও অপুর বক্তব্যে স্পষ্ট, আপাতত ছেলে জয়ের খুশিই সবকিছু তার জন্য। যেখানে এই নায়িকা চান না, জয় বাবা হিসেবে শাকিব ব্যতীত অন্য কাউকে গ্রহণ করুক।
এমটিআই