Menu
ঢাকা : সদ্য অনুষ্ঠিত হওয়া ‘মিস্টার অ্যান্ড মিসেস গ্ল্যামার’ (সিজন ৩)-এর ফাইনাল রাউন্ডে বিচারকের দায়িত্ব পালন করতে গিয়েছিলেন জায়েদ খান। বিচারকার্য পরিচালনার এক পর্যায়ে মঞ্চে ডিগবাজি দিয়ে ফের চর্চায় তিনি।
অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করতে একটি গানে পারফর্ম করছিলেন জায়েদ খান। নাচের ফাঁকেই দুই হাতে ভর দিয়ে ডিগবাজি দেন অভিনেতা, যা রীতিমতো নেটদুনিয়ায় ভাইরাল।
এসময় জায়েদ খান বলেন, আমি ছোটবেলা থেকে স্পোর্টসম্যান ছিলাম। খেলাধুলা করেছি, বডি ফিট রেখেছি। যার কারণে আমার বডি সাপোর্ট করে। মেরুদণ্ড ও শরীর সাপোর্ট না করলে আপনি পড়ে যাবেন। সেই হিসেবেই মনে হলো র্যাম্পে একটা ডিগবাজি দিয়ে দিই এবং সেটি করলাম।’
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT