ঢাকা : বান্দরবনের পাহাড়ি এলাকায় শুটিং চলাকালীন সাপের কামড়ে আহত হয়েছেন ঢাকাই সিনেমার নায়ক ওমর সানী।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে ‘ডেড বডি’ নামের একটি সিনেমার শুটিং সেটে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক এমডি ইকবাল।
তিনি জানান, আজ দুপুর ১২টায় আমরা শুটিং করছিলাম। হঠাৎ একটি সাপ কামরে দেয় ওমর সানীকে। দ্রুত চিকিৎসকের কাছে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে সুস্থ আছেন ওমর সানী। বিশ্রাম নিয়ে শুটিং শুরু করেছেন।
উল্লেখ্য, এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনা পরবর্তী একটি ভিডিও ছড়িয়েছে। যেখানে পায়ে কাপড় বেঁধে রাখা অবস্থায় বসে থাকতে দেখা গেছে ওমর সানীকে।
এমটিআই