• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অভিনয় ছেড়ে কোন পেশায় আসছেন কঙ্গনা ?


বিনোদন ডেস্ক নভেম্বর ৪, ২০২৩, ০১:২০ পিএম
অভিনয় ছেড়ে কোন পেশায় আসছেন কঙ্গনা ?

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত, ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :  সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। অভিনেত্রীর ফিল্মি ক্যারিয়ার প্রায় শেষের দিকে। একের পর এক শুধুই ফ্লপ। গেল প্রায় ৮ বছরের সাফল্যের স্বাদ পাওয়া হয়নি তার। তাই হয়তো বলিউড কুইন এবার রাজনীতিতে যোগ দিতে যাচ্ছেন।

সম্প্রতি বিএমসির সঙ্গে আইনি জটিলতার পরই মোদি সরকার থেকে Y+ ক্যাটাগরির নিরাপত্তা পেয়েছেন এ অভিনেত্রী। এছাড়া একাধিকবার জনসমক্ষে বিজেপির হয়ে কথা বলতে দেখা গেছে তাকে। শুধু তাই নয়, সম্প্রতি নরেন্দ্র মোদিকে ‘আধুনিক ভারতের বিশ্বকর্মা’ বলেও প্রশংসা করেছেন।

এদিকে শান্তির খোঁজে এ অভিনেত্রী বর্তমানে দ্বারকায় গেছেন। সেখানে সাতসকালেই পৌঁছে গেছেন দ্বারকাদীশ মন্দিরে। তারপর সোমনাথ দর্শনও করেন। এবার শ্রীকৃষ্ণভূমে দাঁড়িয়েই রাজনীতিতে যোগ দেয়ার ইঙ্গিত দিলেন কঙ্গনা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রী জানান, ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ করলে লোকসভা ভোটে লড়বেন তিনি। 

এরপরই মোদি সরকারের প্রশংসা করে কঙ্গনার মন্তব্য, বিজেপি সরকারের জন্যই আমরা ভারতীয়রা ৬০০ বছরের এই লড়াইয়ে জিততে পেরেছি। মন্দির প্রতিষ্ঠা করেই আমরা এই জয়ের উদযাপন করব। সনাতন ধর্মের নিশান গোটা বিশ্বে ওড়া উচিৎ।

ওয়াইএ

Wordbridge School
Link copied!