• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

হিমুর ভাইরাল ভিডিও নিয়ে কী বললেন ফারিয়া?


বিনোদন ডেস্ক নভেম্বর ৫, ২০২৩, ০২:০৭ পিএম
হিমুর ভাইরাল ভিডিও নিয়ে কী বললেন ফারিয়া?

সংগৃহীত ছবি

বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমুর প্রয়াণের পর সোশ্যাল মিডিয়ায় তার পুরোনো একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে বিগো লাইভ নামের একটি অ্যাপে এই অভিনেত্রীর উপস্থিতির দেখা মিলেছে। অনেকেই সেই ভিডিওটি দেখে হিমুর সমালোচনায় মেতেছে। তুলছে নানা প্রশ্ন।

আর সেই বিষয়টি চোখে পড়েছে ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী ফারিয়া শাহরিনের। যা নিয়ে নিজের ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। যেখানে এই তারকা বোঝাতে চেয়েছেন- হতাশা আর একাকিত্ব কতটা ভয়ংকর প্রভাব ফেলে আমাদের জীবনে।

ফারিয়া তার স্ট্যাটাসের শুরুতে লিখেন, ‘হিমু আপুর একটা ভিডিও দেখলাম, যেখানে উনি লাইভে ডিগবাজি খাচ্ছেন। শুনলাম, ওই লাভ করলে নাকি পে করা হয়। কেন ভাই আপনারা কি পারেন না সব আর্টিস্টদের নিয়ে কাজ করতে? যাদের ভিউ আছে তাদের তো আছেই, পাশাপাশি যারা অভিনয়টা ভালোবাসেন তাকে ভালোবেসে অভিনয় যাদের জীবন তাদের সবাইকে কোনো না কোনো কাজ দিতে?’

হুমায়রা হিমুর মানসিক অবস্থা উল্লেখ করে ফারিয়া শাহরিন বলেন, ‘কাল দেখলাম, আপুটার বাবা-মা, ভাই-বোন কেউ ছিল না, উনি কার কাছে মনের কথা বলতেন? ওনার সংসার কীভাবে চলতো, কীভাবে একা একা উনি সংসারে সার্ভাইভ করেছেন, খেয়ে-পরে বেঁচে ছিলেন তা কি কেউ ভাবছেন? নিশ্চয়ই অভিনয় থেকে সে যা প্রত্যাশা করে পায়নি বলেই এসব লাইভ করতেন, নিজেকে ব্যস্ত রাখতেন, আয় করতেন! এটা আত্মহত্যা নাকি অন্য কিছু, তা আমি জানি না। কিন্তু একজন শিল্পী শুটিং নিয়ে থাকবেন এটাই তার কাজ, ওই কাজ যদি আপনারা নিয়মিত করতে না দেন দম আটকে আসার কথা, হতাশায় চলে যাওয়া খুব বেশি স্বাভাবিক। মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কেউ ভাবি-ই না।’

ক্যারিয়ার নিয়ে অনেক সময় নিজেও হতাশ হন জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘যারা সবাই ছবি শেয়ার করতেছেন, এরকম আরো অনেক আর্টিস্ট আপনাদের সাথে কাজ করতেছে, একটা কাজের ডাক পেতে প্রতিদিন তারা অপেক্ষা করেন। কিন্তু আপনারা শুধু যাদের ভিউ আছে তাদের নিয়া দৌড়ান। কেন ভাই? ভালো পরিচালক হলে তো ভিউ আপনাদের নির্দেশনার জন্যই আসবে, আর্টিস্ট তো পরের কথা। আমারো মাঝে মাঝে হতাশ লাগে, মনে হয় কী করতেছি, যা করার যোগ্য তা তো করতেছি না, একটা গ্রুপই করে যাচ্ছে; তখন মনে হয়, আমারই ব্যর্থতা, আমিই কিছু পারি না। সুতরাং আমি আমার মতো থাকি। কিন্তু সবার জীবন তো আর এক না। এই দুনিয়াতে বেঁচে থাকাটা সবার কাছে এক না।’

সবার পাশে সবাইকে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ফারিয়া শাহরিন বলেন, ‘দয়া করে আপনারা সবাই সব আর্টিস্টকে কাজে লাগান। কাল থেকে মনটা খুব খারাপ হয়ে আছে। এরকম মৃত্যু দেখতে চাই না, প্লিজ সবাই সবার পাশে দাঁড়ান।’

ওয়াইএ

Wordbridge School
Link copied!