ঢাকা : বলিউডের হালের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ভারুচা। আগে ‘পেয়ার কা পাঞ্চনামা’, ‘সনু কে টিটি কি সুইটি’র মতো ব্যবসাসফল ছবিতে অভিনয় করলেও অনেকটা প্রচারের আড়ালেই ছিলেন এই মেধারী অভিনেত্রী। কিন্তু ‘ড্রিম গার্ল’ ও ‘ছোরি’র পর ধীরে ধীরে নুসরাত বলিউডে তার জমি পাকাপোক্ত করে ফেলেছেন। নির্মাতারাও তার কাঁধে ছবির দায়িত্ব তুলে দিতে ভরসা পাচ্ছেন।
সম্প্রতি, বম্বে টাইমস ফ্যাশন উইকে ডিজাইনারদের একজনের শোস্টপার ছিলেন নুসরাত ভারুচা। টাইমস অব ইন্ডিয়ার সাথে হওয়া এক আলাপচারিতায় শেয়ার করেন সে অভিজ্ঞতা।
নুসরাত বলেন, বম্বে টাইমস ফ্যাশন উইকে তার অভিজ্ঞতা ছিল ‘মজাদার, স্বপ্নময় এবং আড়ম্বরপূর্ণ।’
র্যাম্পে হাঁটার সময় তিনি কী ভয় পান সে সম্পর্কে কথা বলতে গিয়ে, ‘সনু কি টিটু কি সুইটি’ মুভির অভিনেত্রী বলেন, ‘যতবার আমি র্যাম্পে হাঁটছি, আমি কেবল প্রার্থনা করি যাতে কোনও ত্রুটি না হয়, কোনও পোশাক যেন কোথাও আটকে না যায় এবং আমি হাঁটার সময় পড়ে না যাই।’
ইদানীং, নুসরাত বিভিন্ন ফিল্ম প্রকল্পে তার অভিনয় প্রতিভার নানা দিক খুঁজে বেড়াচ্ছেন।
এরপরও তিনি ফ্যাশন শোতে অংশ নেওয়া এবং র্যাম্পে হাঁটাও উপভোগ করেন।
‘যদি আমি এক বছর র্যাম্পে না হাঁটি, আমার খারাপ লাগে,’ তিনি বলেন, ‘আমি বিশৃঙ্খলা পছন্দ করি। আমি যখন মঞ্চের পেছনে দাঁড়িয়ে ছিলাম (বিটিএফডব্লিউ-এ), আমি শেষ মুহূর্তের সমস্ত বিশৃঙ্খলা দেখতে পাচ্ছিলাম। মডেলরা তাদের মেকআপ করাচ্ছিলেন, একজন মডেল দেরি করে ফেলেছিলেন, সেকারণে মডেল সমন্বয়কারী তাকে র্যাম্পে না হাঁটতে বলেছিলেন। আমি মজা পেয়েছিলাম। কিন্তু আমার জন্য, সেই ৩০ সেকেন্ডই গুরুত্বপূর্ণ; যখন মিউজিক শুরু হয় হয়, আপনি জানেন যে এটি আপনারই মুহূর্ত । সুতরাং, এটি যত বেশি না চাপ, তারচেয়ে বেশি মজা। এ সময় আমি যা পরেছি তাতেই আমার খুশি এবং আমার দরকার হয় একটি ভাল মিউজিক… হাঁটার জন্য।’
একজন জনপ্রিয় অভিনেত্রী হওয়া সত্ত্বেও নুসরাতের নতুন ডিজাইনারের জন্য হাঁটতে কোনও দ্বিধা নেই। ‘ফ্যাশন শোই একমাত্র সময় যা আমি পরীক্ষা করতে পারি। এটিই একমাত্র সময় যখন আমি কোনও সিনেমা বা কোনও অনুষ্ঠানের জন্য পোশাক পরিধান করি না। এটা সম্পূর্ণ অন্য কারোর ভিশন। আমি নতুন ডিজাইনারদের সুযোগ দিতে পছন্দ করি… নতুনদের নিয়ে আমি খুশি কারণ আমার কাছে ডিজাইনারদের বাকেট লিস্ট নেই যা আমি করতে চাই।’
নতুন এবং সম্ভাবনাময় ডিজাইনারদের সম্পর্কে কথা বলতে গিয়ে নুসরাত জেনজি (GenZ) থেকে অনুপ্রেরণা নেওয়ার কথা বলেন। ‘আমি জেনজিকে অনুসরণ করছি কারণ তারা কিছু ভাল জিনিস করছে। তারা ঝুঁকি নিচ্ছে। আমি যখন তাদের বয়সে ছিলাম তখন আমি সেই ঝুঁকি নেইনি। …তারা আজকাল আমাদের অনুপ্রাণিত করছে, বলেন তিনি।’
এমটিআই