• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

জায়েদের সঙ্গে অভিনয় করবেন ইধিকা পাল, তবে...


বিনোদন প্রতিবেদক নভেম্বর ৮, ২০২৩, ০২:৪২ পিএম
জায়েদের সঙ্গে অভিনয় করবেন ইধিকা পাল, তবে...

ঢাকা : ইধিকা পাল ঢাকা সফর করছেন। এই সফরের নেপথ্যে নানা কথা শোনা গেল। ধানমন্ডিতে একটি বিউটি ট্রিটমেন্টের শোরুম উদ্বোধন করেছেন। ফরিদপুরে তথ্যচিত্র শুটিংয়ের জন্য গিয়েছিলেন, এছাড়াও আরো অনেককিছুই করেছেন বলে শোনা গেল।

যাহোক, এসবের মাঝেই রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হলেন শাকিবের প্রিয়তমা। বললেন ঢাকার ভালো লাগা, ভালোবাসার নিয়মমাফিক কথা। তবে এবার জায়েদ খান প্রসঙ্গেও কথা বললেন এই অভিনেত্রী। সাংবাদিকরা জানতে চান জায়েদ খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পেলে করবেন কি না? এ প্রশ্নের জবাবে বললেন, ডেফিনেটলি, প্রস্তাব আগেই পাই, তারপরে ভেবে দেখবো।

তার কথার সুরে স্পষ্ট, জায়েদ খানের সঙ্গে সিনেমায় স্ক্রিন শেয়ারের সুযোগ পেলে অবশ্যই করবেন। যদিও একটু ভেবে দেখার কথাও বললেন। জায়েদ খানকে চেনেন কি না, এমন প্রশ্নের জবাবে কলকাতার এই অভিনেত্রী বলেন,ডেফিনেটলি। কেন চিনবো না। তার প্রচুর নিউজ আমি দেখেছি। তিনি তো বেশ পরিচিত। আমাদের কলকাতার সায়ন্তিকাদির সঙ্গে অভিনয় করলেন। তখনও প্রচুর নিউজ দেখেছি আমি।

এদিকে, ডিপজল প্রসঙ্গেও এই অভিনেত্রী কথা বলেছেন। যেখানে জানিয়েছেন তার সম্পর্কে ডিপজলের মন্তব্য তিনই পছন্দ করেননি। যদিও ডিপজলকে সিনেমার লর্ড হিসেবে আখ্যা দিয়েছেন।

এমটিআই

Wordbridge School
Link copied!