ঢাকা : চলতি মাসের শুরুর দিক থেকে ঢাকাই শোবিজ অঙ্গনে তুমুল চর্চা চলছে চিত্রনায়িকা শবনম বুবলী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের ‘প্রেম’ নিয়ে। এরই মাঝে রহস্যময় এক স্ট্যাটাস দিলেন ঢাকাই সিনেমায় জনপ্রিয় নায়িকা পরীমণি।
তার এই রহস্যময় স্ট্যাটাসের পাঠোদ্ধার করতে একটু পেছনে তাকাতে হবে। গত ৪ নভেম্বর রাত থেকে বুবলী-তাপসের প্রেমের গুঞ্জনটা শুরু। গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ও তাপসের স্ত্রী ফারজানা মুন্নির ফেসবুক থেকে দেওয়া একটা স্ট্যাটাসে সূত্র ধরে। সেই স্ট্যাটাসে বলা হয়, ‘তাপস ও বুবলী মাঝে সম্পর্ক চলছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, যেভাবে করেছে অপু বিশ্বাসের জীবন। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছেন, এখন তার টার্গেট তাপস। যদি আমার কিছু হয় এর জন্য দায়ী থাকবেন তাপস এবং বুবলী।’
এরপর ওইদিনই ফারজানা মুন্নি জানান, তার আইডি হ্যাকড হয়েছিল। পরে বুবলীও সংবাদমাধ্যমে একই কথা জানান। সেই সঙ্গে তিনি জানান, তার বিরুদ্ধে ‘নোংরা ষড়যন্ত্র’ হচ্ছে।
বলী বলেন, ‘এসব নোংরা ষড়যন্ত্র আর কত নিবো জানা নেই। কিসের কোন পোস্ট নিয়ে সকাল থেকে হঠাৎ করে সাংবাদিকদের কাছ থেকে জানলাম, যা বলতেও রুচিতে বাঁধছে। শুনেছি, হ্যাকাররা ফেসবুক আইডি হ্যাক করে পোস্ট করেছিল, হ্যাকারদের শনাক্ত করার কাজ চলছে। একটি গ্রুপ ব্যক্তিগতভাবে আমার প্রত্যেকটা কাজের জায়গায় নানাভাবে নোংরামি শুরু করেছে গত বেশ কিছুদিন ধরে।’
এরপর এ বিষয়টি অনেকটাই ধামাচাপা পড়তেই শুক্রবার (১১ নভেম্বর) রাত থেকে ফেসবুকের কয়েকটি পেজে বুবলী-তাপসের প্রেম নিয়ে ফারজানা মুন্নি ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের কথপোকথনের একটি অডিও রেকর্ড ভাইরাল হয়।এতেও ষড়যন্ত্রের গন্ধ পেয়েছেন বুবলী। এরপর যথারীতি সংবাদমাধ্যমে লিখিত বিবৃতি পাঠিয়েছেন এই নায়িকা। বিবৃতিতে বুবলী বলেন, ‘কোনো কনভারসেশনে শুধু একজনের কথা যেখানে রাখা হয়, সেখানে কী উদ্দেশ্য থাকে? আপনারাই বলুন। এমনকি অডিওতে মিম, পরী, মাহি কারও সঙ্গে কথা হলো না, শুধু অপু বিশ্বাসের সঙ্গেই কথা হলো, ব্যাপারগুলো এত পরিকল্পিত যে আমার বুঝতে বাকি নেই কী নোংরামো হচ্ছে।’
আর এই বিষয়টা হয়তো নজর এড়াইনি পরীমণিরও। তিনি শনিবার রাত ১২টার পর (১২ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন। পরীমণি লেখেন, ‘উনি সবকিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে যাইতে চায় ক্যান!’
যদিও পরীমণি সেই স্ট্যাটাসে কারও নাম উল্লেখ করেননি। কিন্তু নেটিজেনরা ধরেই নিয়েছেন এই রহস্যময় স্ট্যাটাসটি বুবলীকে নিয়েই দিয়েছেন তিনি। নেটিজেনরাও তার পোস্টে এমনই রহস্যময় মন্তব্য করেছেন।
এমটিআই