• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

প্রেমে মজেছেন ম্রুণাল!


বিনোদন ডেস্ক নভেম্বর ১৪, ২০২৩, ১১:০৪ এএম
প্রেমে মজেছেন ম্রুণাল!

ঢাকা : গায়ক ও র‌্যাপার বাদশা ও অভিনেত্রী ম্রুণাল ঠাকুর প্রেম করছেন- এমনই গুঞ্জন ছড়িয়েছে বলিউডে। গুঞ্জন জোরালো হয়েছে দীপাবলীর আলোকময় এক পার্টি থেকে। এদিন দুজনকে হাতে হাত রেখে ঘুরতে দেখা গেল। গত ১০ নভেম্বর শিল্পা শেঠির তারকা-সজ্জিত দীপাবলী পার্টিতে অংশ নিয়েছিলেন ম্রুণাল ঠাকুর ও বাদশা। সেই পার্টির একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এরপরেই শুরু হয় গুঞ্জন, নেটিজেনরা বলছেন ডেটিং করছেন ম্রুণাল ঠাকুর ও বাদশা।

এর আগে কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে অভিনেত্রী ম্রুণাল ঠাকুর জানিয়েছিলেন, তিনি সিঙ্গেল আছেন। তার জীবনে কেউ নেই। বিয়ের প্রসঙ্গেও অভিনেত্রীর স্পষ্ট জবাব, তিনি বিয়ের জন্য কাউকেই এই মুহূর্তে খুঁজছেন না। তবে দেখা গেল এর উল্টোটা।

ম্রুণাল ঠাকুর তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দীপাবলীর পার্টির ছবি পোস্ট করেছেন। ওই পোস্টে ম্রুণালকে দেখা যাচ্ছে বাদশা এবং শিল্পা শেঠির সঙ্গে। রবিবার গ্র্যান্ড দীপাবলীর পার্টি থেকে ছবিটি শেয়ার করেছেন ম্রুণাল। ক্যাপশনে লেখা ছিল, ‘দুটি প্রিয় মানুষ।’ ম্রুণালের শেয়ার করা ছবি বাদশা তার ইনস্টাগ্রাম স্টোরিজে গল্পটি পুনরায় পোস্ট করেছেন। যার ফলে এই গুঞ্জনের বাস্তবতা খুঁজে পাচ্ছেন ভক্তরা।

পরে পার্টির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, যাতে ম্রুণাল ও বাদশাকে কয়েক সেকেন্ডের জন্য হাত ধরে থাকতে দেখা যায়। এরপর দুজন একই গাড়িতে করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

এমটিআই

Wordbridge School
Link copied!