• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ক্ষমা চাইলেন তানজিন তিশা


বিনোদন প্রতিবেদক নভেম্বর ২৫, ২০২৩, ০৫:১৫ পিএম
ক্ষমা চাইলেন তানজিন তিশা

সংগৃহীত ছবি

ঢাকা: বিনোদন সাংবাদিকদের সঙ্গে অভিনেত্রী তানজিন তিশার চলমান বিবাদের মিমাংসা হলো। গণমাধ্যমের সামনেই নিজের ‘অপেশাদার বক্তব্য’র জন্য ক্ষমা চেয়েছেন তিনি। সেই সঙ্গে সাংবাদিকের বিরুদ্ধে ডিবিতে দেয়া অভিযোগও তুলে নিয়েছেন।

গত কয়েক দিন ধরেই অভিনয়শিল্পী তানজিন তিশা ও বিনোদন সাংবাদিকদের দ্বন্দ্ব চলছিল। অপেশাদার আচরণের জন্য ক্ষমা চাওয়ার দাবিতে গত মঙ্গলবার মানববন্ধনসহ ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয় তিশাকে। তবে ২৪ ঘণ্টার মধ্যে তা না হলেও আজ শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে দুই পক্ষের উপস্থিতিতে তিশা তার আচরণের জন্য দুঃখপ্রকাশ করেন। একই সঙ্গে ডিবি অফিসে সাংবাদিক মাজহারুল ইসলাম তামিমের বিরুদ্ধে যে অভিযোগ করেছিলেন, তা প্রত্যাহার করেন।

সাংবাদিকদের উদ্দেশে তানজিন তিশা বলেন, ‘আপনাদের সকলের ভালোবাসা ও সহযোগিতায় আজ আমি অভিনয়শিল্পী তানজিন তিশা। আমি কয়েক দিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ছিলাম। সেখান থেকে বাসায় ফেরার পর দেখলাম, দু-একটি নিউজ পোর্টালে আমার আত্মহত্যার চেষ্টা শিরোনামে নিউজ করা হয়েছে। এ সময় সাংবাদিক তামিম, যার সঙ্গে আমার পূর্বপরিচয় নেই, সে আমাকে একটি টেক্সট করে, যেটি পড়ে আমার কাছে মনে হয়েছে, প্রশ্নটি এ সময়ের জন্য যৌক্তিক ছিল না। আমি ভাবতেই পারিনি এই সময়ে আমাকে কেউ এমন বিষয়ে টেক্সট করতে পারে বা একজন নারীকে এমন প্রশ্ন করতে পারে। আমি নিজেকে সামলাতে না পেরে উত্তেজিত হয়ে তাকে কল দিয়ে টেক্সটের বিষয় নিয়ে নিউজ করলে আমি সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথা বলি। আমি তার সঙ্গে ফোনে যে শব্দ উচ্চারণ করেছি, তা সঠিক নয়। পরবর্তীতে আমি আমার ভুল বুঝতে পেরে সকলের কাছেই দুঃখপ্রকাশ করেছি।’

তানজিন তিশা এ-ও বলেন, ‘আমার ফোনের রেকর্ড শুনে অন্য সাংবাদিকেরা রেগে যান, প্রতিবাদ করেন-যা খুবই যৌক্তিক। তবে আমাকে ও আমার পরিবারকে ঘিরে অনেকেই অসত্য, মনগড়া আজেবাজে সংবাদ ও লেখা সোশ্যাল মিডিয়ায় লেখেন, যা একজন নারী হিসেবে, একজন শিল্পী হিসেবে ভীষণ অসম্মানজনক। এমনকি অনেকে আমি ছাড়াও অন্য শিল্পীদের সাইবার বুলিং, হুমকি ও নানা কুৎসা রটনা করতে থাকেন। এসব দেখে আমি ডিবিতে অভিযোগ করতে আসি। সেখানেও গণমাধ্যম আমাকে প্রশ্ন করলে আমি তামিমের সাথে তার প্রতিষ্ঠানের কথাও উল্লেখ করি, যা একদমই উদ্দেশ্যমূলক ছিল না। সে জন্যও আমি প্রতিষ্ঠানের সকলের প্রতি দুঃখপ্রকাশ করছি।’

সাংবাদিকদের উদ্দেশে তানজিন তিশা বলেন, ‘যারা আমার ও আমার পরিবার ঘিরে অসত্য ও অসম্মানজনক নিউজ ও লেখা প্রকাশ করেছেন, তারাও তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হবেন এবং লেখাগুলো সরিয়ে নেবেন, সেটাও আমি প্রত্যাশা করি। আমি এটাও চাই, মূলধারার সংবাদমাধ্যম ও সাংবাদিক যারা আছেন, তারাও সাংবাদিকতার নামে যে সকল অপসাংবাদিক আছে, পোর্টাল আছে, যারা শিল্পীদের অসম্মান করে ফায়দা লুটতে চায়, তাদের প্রতিহত করতে আমার পাশে, শিল্পীদের পাশে সব সময় যেভাবে ছিলেন, সেভাবে থাকবেন।’

তানজন তিশা আরও বলেন, ‘যারা সব সময় আমার পাশে ছিলেন, আছেন এবং আমার সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ এর আগে শনিবার সকালে তানজিন তিশার ইস্যু নিয়ে ডিবি কার্যালয়ে অভিনয়শিল্পী সংঘ এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের উদ্যোগে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সাংবাদিকদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এআর

Wordbridge School
Link copied!