Menu
ঢাকা : কিছু দিন আগে ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার একটি ‘আপত্তিকর’ ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। যদিও এটি ডিপফেক ভিডিও। কিন্তু আপাতদৃষ্টিতে তা বোঝা কঠিন।
এরপর একই জটিলতায় পড়েন বলিউড অভিনেত্রী কাজল। এবার অভিনেত্রী আলিয়া ভাটের একটি ‘আপত্তিকর’ ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিছানায় শুয়ে আছেন আলিয়া ভাট। তার পরনে ব্লু রঙের ফ্লোরা কো-অর্ড শর্ট ড্রেস। সম্প্রতি এ ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। রাশমিকার মতো এ ভিডিও দেখেও বোঝার উপায় নেই এই নারী আলিয়া নন।
ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটগুলো দাবি করেছে, এসব ভিডিও এআই-এর সাহায্যে পরিবর্তন করা হয়। এ ধরনের টুল ব্যবহার করে, অন্য কারো মুখ ভিডিওতে বসানো যায়। এতে বিভ্রান্তি তৈরি হয় এবং অনেকে এগুলোকে সত্যিকারের ভিডিও মনে করেন।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT