• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জিমের কোন সঙ্গীকে মিস করছেন মিমি!


বিনোদন ডেস্ক নভেম্বর ৩০, ২০২৩, ০১:১২ পিএম
জিমের কোন সঙ্গীকে মিস করছেন মিমি!

ঢাকা : নিজেকে ফিট রাখতে কোনো কসরত বাকি রাখেন না টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। জিম এবং যোগাসন থাকে তার দৈনন্দিন রুটিনে। তবে জিমে নিজের এক সঙ্গীকে এখন মিস করছেন মিমি। নিজেই জানালেন সে কথা।

সামাজিক মাধ্যমে শরীরচর্চার একটি ভিডিও পোস্ট করেছেন মিমি। সেখানে তাকে প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে। তবে তিনি সেখানে একা নন। দেখা যাচ্ছে, অভিনেত্রী এক ছোট্ট বাচ্চার সঙ্গে খুনসুটিতে মেতেছেন। বাচ্চাটিকে তিনি কখনো জড়িয়ে ধরছেন, আবার কখনো তাকে নিজের কোলে তুলে নিচ্ছেন মিমি।

ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে মিমি লিখেছেন, ‘আমার জিমের সঙ্গীকে মিস করছি।’ এরই সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন হৃদয়ের ইমোজি। ভিডিও দেখেই অনুরাগীদের অনেকের প্রশ্ন— অভিনেত্রীর সঙ্গে বাচ্চাটি কে?

মিমির সঙ্গের বাচ্চাটির পরিচয় নিয়ে অভিনেত্রী নিজে অবশ্য খোলাসা করেননি। তবে বাচ্চাটি আসলে মিমির বোনঝি। তার নাম কৃতী দত্ত চক্রবর্তী। অনেকেই জানেন, বোনঝির সঙ্গে মিমির সম্পর্ক অত্যন্ত মধুর। এর আগেও কৃতির সঙ্গে সামাজিক মাধ্যমে নিজের ছবি এবং ভিডিও শেয়ার করেছিলেন মিমি।

এমটিআই

Wordbridge School
Link copied!