ঢাকা : সম্পত্তির ভাগবাটোয়ারা শুরু হয়ে গেছে বচ্চন পরিবারে। কয়েক মাস ধরেই আলোচনায় রয়েছে বচ্চন পরিবার। নানা গুঞ্জন চলছে তাদের অন্দরমহল
ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে বচ্চন পরিবারের। বিগত কয়েক মাস ধরেই বাপের বাড়িতে বেশি থাকছেন ঐশ্বরিয়া। এর মাঝে অমিতাভ বচ্চন মেয়ে শ্বেতা বচ্চনের নামে দিয়েছেন নিজের প্রথম বাংলো ‘প্রতীক্ষা’। শোনা যায়, ওই বাংলোটি ঐশ্বরিয়ার বেশ পছন্দের ছিল।
বচ্চন পরিবারের প্রায় ২৮০০ কোটি টাকার সম্পত্তির ভাগ কিভাবে হবে, জানালেন অমিতাভ বচ্চন।
সম্প্রতি এক অনুষ্ঠানে এই তারকা জানান, তার সম্পত্তি দুই সন্তানের মধ্যে সমান ভাগ করে দিয়েছেন। প্রথম থেকেই ছেলে-মেয়ের মধ্যে কোনো তফাৎ করেননি অমিতাভ। তাই সম্পত্তির ক্ষেত্রেও দুই সন্তান সমান ভাগ পেয়েছেন।
সদ্য দীপাবলির উপহার হিসেবে অমিতাভ ‘প্রতীক্ষা’ বাংলোটি মেয়ের নামে লিখে দেন; যার বাজার মূল্য আনুমানিক ৫০ কোটি।
ভিট্টালনগর কো-অপারেটিভ হাউসিং সোসাইটির ‘প্রতীক্ষা’ দুই ভাগে বিভক্ত। একটি ভাগ ৬৭৪ স্কোয়ার মিটারের এবং আরেকটি ভাগ ৮৯০.৪৭ স্কোয়ার মিটারের। এটিই নাকি বিগবি’র প্রথম সম্পত্তি। তার বাবা-মায়ের সঙ্গে এখানেই বেড়ে ওঠেছেন অমিতাভ।
এ বাংলোটি ছাড়াও জুহুতে তিনটি বাংলো রয়েছে বচ্চনদের। তবে ছেলে অভিষেকের ভাগে কোন কোন সম্পত্তি পড়েছে, তা গোপন রেখেছেন তারা।
এমটিআই
আপনার মতামত লিখুন :