ঢাকা : আসন্ন দ্বাদশ নির্বাচনের জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র কিনে আলোচনায় আসেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মাহিয়া মাহি। পরে তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। পরবর্তীতে রোববার (৩ ডিসেম্বর) সেটিও বাতিল করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
এরপরেই নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন। নিজের আইডিতে দেয়া সেই পোস্টে মাহি লিখেছেন, ‘যেখানে সুখ সেখানেই উষ্ঠা খাই আমি, দুঃখ কী আমি বুঝি না’। হঠাৎ করে কী কারণে এমন স্ট্যাটাস তিনি দিয়েছেন তা জানা যায়নি।
ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক বিষয়াদির প্রেক্ষাপটেই এমন স্ট্যাটাস দিয়ে থাকতে পারেন এই অভিনেত্রী।
উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন মাহিয়া মাহি। মনোনয়ন ফরম তুলেছিলেন রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য। তবে দলের মনোনয়ন পাননি এই নায়িকা। দল মনোনয়ন না দেওয়ায় রাজশাহী-১ থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনের সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু ভোটার জালিয়াতির কারণে বাতিল হয়েছে সেটিও। এরপরই ফেসবুকে এমন পোস্ট করলেন মাহি।
এমটিআই