ঢাকা : পদ্মা সেতু পার হতেই ভয়াবহ দুর্ঘটনায় পড়েছেন শেলি আহসান। তবে বড় ধরনের ক্ষতি না হলেও শারীরিকভাবে কিছুটা আহত হয়েছে। তবে সোহাগ পরিবনের স্ক্যানিয়া ডাবল ডেকার বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে।
শেলি আহসান জানান, মঙ্গলবার সকালে তিনি যশোরে নিজের গ্রামে যাচ্ছিলেন। তিনি বলেন, পদ্মা সেতু পার হওয়ার কিছুদূর পর একটি কাভার্ড ভ্যান আমাদের বাসটিকে অতিক্রম করে সামনে চলে যায়।
এরইমধ্যে আমাদের স্ক্যানিয়াকে অতিক্রম করতে গিয়ে সামনে আকস্মিকভাবে দাঁড়িয়ে যায় কাভার্ড ভ্যান। বাসটি গিয়ে সজোরে আঘাত করে ভ্যানটিকে। বুঝে উঠতে পারছিলাম না কী হলো!
এই অভিনেত্রী বলেন, আরো অনেককিছুই ঘটতে পারতো আল্লাহর রহমতে বেঁচে গেছি। আমাদের বের হতে হয়েছে জানালা ভেঙে। পরে অন্য বাসে করে আমি যশোরের দিকে রওনা দেই।
এমটিআই