ঢাকা : চিত্রনায়িকা তমা মির্জা বলেছেন, পর্দার বাইরে পরিচালক রায়হান রাফীর সঙ্গে তার কেমিস্ট্রি ভালো। সম্প্রতি একটি গণমাধ্যমের সাপ্তাহিক আয়োজনে হাজির হন তমা। এ সময় তার কাছে রাফীর সঙ্গে রসায়ন ও বিয়ের বিষয় নিয়ে জানতে চাওয়া হয়; তখন তমা এ কথা বলেন।
শোবিজ অঙ্গনে রাফীর সঙ্গে তমার প্রেম নিয়ে কানাঘুষা চলছে অনেকদিন ধরে। যদিও দুজনের একজনও এ বিষয়ে সরাসরি কিছু জানাননি। এদিন তমা বলেন, পর্দার বাইরে রাফীর সঙ্গে আমার কেমিস্ট্রি ভালো। বিয়ে হয়নি এবং সামনেও বিয়ের সম্ভাবনা নেই।
কিছুদিন আগেই রাফীর পরিচালনায় সুড়ঙ্গ সিনেমায় অভিনয় করেছেন তমা। বিষয়টি উল্লেখ করে তিনি জানান, শুটিং চলাকালীন রাফীর ধমক শুনতে হয়েছে তাকে।
তমা বলেন, শুটিং সেটে রাফীর অনেক ধমক খাই। শট পছন্দ না হলে রাফী ডেকে নিয়ে বলেন— কী করছ! একদম ওভার অ্যাকটিং! একদম ইন্ডিয়ান সিরিয়ালের নায়িকাদের মতো! মেকআপও ওরকম, অভিনয়ও। কিছু হচ্ছে না।
এমটিআই