Menu
ঢাকা : ধুন্ধুমার হাইভোল্টেজ অ্যাকশন ছবি নিয়ে আসছেন ঢাকাইয়া চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। নতুন এই ছবিটির নাম ‘তুফান’, পরিচালনা করবেন রায়হান রাফী।
‘তুফান’ প্রযোজনা করছে আলফা আই, চরকি এবং পশ্চিমবঙ্গের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ।
আগামী বছর কোরবানির ঈদে ‘তুফান’ মুক্তি পাবে। ছবিতে শাকিবের নায়িকা কে থাকছেন সেটি এখনও চূড়ান্ত হয়নি। জানা যায়, ইন্ডিয়া ও বাংলাদেশ দুদেশের শিল্পীরা মিলিত হয়ে এতে কাজ করবেন। ফেব্রুয়ারিতে শুটিং এর আগেই চমক দিয়ে ছবির নায়িকার নাম জানানো হবে।
এর আগে, ‘পোড়ামন ২’, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’ বানিয়ে নিজেকে প্রমাণ করেছেন রাফী। তবে সুপারস্টার শাকিব খানকে নিয়ে তিনি আগে ছবি বানাননি।
তবে রায়হান রাফী আগে একাধিকবার জানিয়েছেন, তিনি শাকিবকে পর্দায় এনে ম্যাজিক দেখাতে চান, যে শাকিবকে দর্শকরা আগে কখনই দেখেনি।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT