• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

শাহরুখপত্নী গৌরীকে ইডির নোটিস! কী জানাল কেন্দ্রীয় সংস্থা?


বিনোদন ডেস্ক ডিসেম্বর ২১, ২০২৩, ১১:৫৬ এএম
শাহরুখপত্নী গৌরীকে ইডির নোটিস! কী জানাল কেন্দ্রীয় সংস্থা?

ঢাকা : শাহরুখ খানের স্ত্রী তথা ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খানকে (Gauri Khan) নোটিস পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ওরফে ইডি। ‘ডাঙ্কি’র (Dunki) মুক্তির ঠিক দুদিন আগে এমন খবরে প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিন্তু আসল ঘটনা কী?

শাহরুখ খানের স্ত্রী তথা ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খানকে (Gauri Khan) নোটিস পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট ওরফে ইডি। ‘ডাঙ্কি’র (Dunki) মুক্তির ঠিক দুদিন আগে এমন খবরে প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিন্তু আসল ঘটনা কী?

সাম্প্রতিক পাওয়া খবর অনুযায়ী, গোটা ঘটনাই ভুয়ো। অর্থাৎ গৌরী খানকে কোনও নোটিস ইডির পক্ষ থেকে পাঠানো হয়নি। সংস্থার পক্ষ থেকে এই নাকি এমনটাই জানানো হয়েছে। শোনা গিয়েছিল, লখনউয়ের একটি রিয়েল এস্টেট কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছিলেন গৌরী খান। এই কোম্পানির বিরুদ্ধে তিরিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। আর সেই সূত্রেই কিং খানের স্ত্রী গৌরীকে ইডির পক্ষ থেকে নোটিস পাঠানো হয়েছে। আধিকারিকরা জানতে চান, গৌরীর সঙ্গে অভিযুক্ত কোম্পানির কী ধরনের চুক্তি হয়েছিল? এবং কত টাকার বিনিময়ে এই চুক্তি হয়েছিল? গৌরীর চুক্তির কাগজপত্রও নাকি খতিয়ে দেখা হবে।

কিন্তু পরে আবার জানা যায়, এই খবর সম্পূর্ণ ভুয়ো। গৌরীকে এমন কোনও নোটিস ইডির পক্ষ থেকে পাঠানোই হয়নি। নতুন এই খবরে শাহরুখ অনুরাগীরা স্বস্তিতে। তাঁদের ফোকাস এখন কিং খানের নতুন ছবি ‘ডাঙ্কি’। রাজকুমার হিরানির পরিচালনায় এই ছবিতে কাজ করেছেন শাহরুখ (Shah Rukh Khan)। তাঁর সঙ্গে রয়েছেন ভিকি কৌশল, তাপসী পান্নু, বোমন ইরানি।

শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ১৫ কোটির টাকার টিকিট ছবি মুক্তির আগেই বিক্রি হয়ে গিয়েছে। মুম্বইয়ে ভোর ৫.৫৫ মিনিট থেকেই শো শুরু হয়ে যাচ্ছে। কলকাতার অ্যাক্রোপলিস মলে সকাল সাতটায় ‘ডাঙ্কি’র প্রথম শো। উল্লেখ্য, এর আগে শাহরুখের ‘পাঠান’ ১০৫০ কোটি টাকা আয় করেছে। ‘জওয়ান’-এর আয় ১১৪৮ কোটি টাকা। অর্থাৎ শাহরুখের দুই ছবির ব্যবসার পরিমাণ ২১৯৮ কোটি টাকা। এবারে ‘ডাঙ্কি’ যদি ৮০২ কোটি টাকা আয় করে নিতে পারে। তাহলেই তিন হাজার কোটির ম্যাজিক ফিগার।

এমটিআই

Wordbridge School
Link copied!