• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

শাকিব বাংলাদেশের টম ক্রুজ: মার্কিন অভিনেত্রী


বিনোদন ডেস্ক ডিসেম্বর ২৫, ২০২৩, ১০:৩৬ এএম
শাকিব বাংলাদেশের টম ক্রুজ: মার্কিন অভিনেত্রী

ঢাকা: ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। ‘রাজকুমার’ নামের একটি সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে মার্কিন নায়িকাকে। আর এই জার্নিতে শাকিবে মুগ্ধ হয়েছেন কোর্টনি কফি।

কোর্টনি তার ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন। এতে শাকিবের প্রশংসায় পঞ্চমুখ এই অভিনেত্রী। কোর্টনি কফি বলেন, বাংলাদেশে যাওয়ার পর বুঝতে পেরেছি শাকিব খানের সিনেমার অনেক ভক্ত রয়েছে। যদিও চুক্তিবদ্ধ হওয়ার আগে জানতাম না। 

শাকিব খানের জন্মদিনে আমি ও হিমেল অংশ নিয়েছিলাম। সেখানে হিমেল আমাকে সিনেমাটির বিষয়ে জানান। এতে আমার আগ্রহ তৈরি হয়। এর চেয়ে বেশি কিছু জানতাম না। এমনকি এটাও জানতাম না যে শাকিব খান এত বড় একজন স্টার। এখনো আমার আমেরিকান বন্ধুরা বিশ্বাস করতে পারছে না যে, আমি এই সিনেমা করছি।’

শাকিব খানের প্রশংসা করে কোর্টনি বলেন, ‘শাকিব খান বাংলাদেশে হলিউডের টম ক্রজের মতো জনপ্রিয়। শাকিব খান খুবই পেশাদার মানুষ। কাজের ব্যাপারে মনোযোগী, সহশিল্পী হিসেবে পারফেক্ট এবং শুটিং সেটে সে খুবই মজা করে। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। শুটিংয়ের সেরা অভিজ্ঞতা শাকিবের সঙ্গে বিয়ের দৃশ্য।’

বাংলাদেশের মানুষের আতিথেয়তার প্রশংসা করে কোর্টনি কফি বলেন, ‘আমি যখন বাংলাদেশে আসার জন্য বিমানে উঠেছিলাম, তখন বার বার মনে হচ্ছিল অদ্ভুত এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছি। 

এখন পর্যন্ত সবকিছু চমৎকার। আমি যা ভেবেছিলাম, মনে হচ্ছে তার চেয়েও বেশি অ্যামেজিং। অন্যান্য দেশে আইফেল টাওয়ারের মতো বিখ্যাত কিছু আছে। কিন্তু বাংলাদেশের মানুষের অনেক বড় মন আছে। আমি মনে করি, বাংলাদেশের মানুষ হৃদয় দিয়ে এদেশকে গ্রেট রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। দেশটির বৃহৎ জনগোষ্ঠী এবং তাদের আপ্যায়ন টুরিস্টদের কাছে অন্যতম আকর্ষণ।’  

‘বাংলাদেশের সিনেমাপ্রেমীরা কেমন তাও আমি বুঝতে পেরেছি! অন্য যেকোনো দেশের সিনেমাপ্রেমীদের চেয়ে বাংলা সিনেমার দর্শকরা এ দেশের সিনেমাকে অনেক বেশি সমর্থন ও উৎসাহ দিয়ে থাকেন। আমি ঘুরে ঘুরে দেখেছি, অনেক সিনেমাপ্রেমী আছেন যারা রীতিমতো সারপ্রাইজিং।’ বলেন কোর্টনি কফি।

হিমেল আশরাফ পরিচালিত ‘রাজকুমার’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হবে কোর্টনির; এটি তার প্রথম বাংলা সিনেমা। মার্কিন নাগরিক হওয়ায় বাংলা ভাষাও জানতেন না এই অভিনেত্রী। কিন্তু সিনেমাটির জন্য বাংলা ভাষা শিখছেন তিনি।

এআর 

Wordbridge School
Link copied!