Menu
ঢাকা : উদয়পুরের তাজ লেক প্যালেসে সোমবার (৮ জানুয়ারি) বসছে ইরা খানের বিবাহ আসর। তিনদিন আগেই আয়োজন খতিয়ে দেখতে সেখানে চলে যান বাবা আমির খান। রাজপ্রাসাদে একেবারে রাজকীয় আয়োজন। মেয়ের বিয়েতে কোনো খামতি রাখছেন না মিস্টার পারফেকশনিস্ট। অথচ নিজে কিনা মাত্র ১০ টাকা খরচ করে বিয়ে সেরেছিলেন।
বর-কনে উভয়পক্ষের জন্যই তাজ আরাভলি রিসর্টের ১৭৬টি রুম বুক করা হয়েছে। ২৫০ জন অতিথি উপস্থিত থাকবেন ইরা-নুপূরের বিয়েতে। সূত্রের খবর অনুযায়ী, মিস্টার পারফেকশনিস্ট নিজের জন্য আরেকটি লাক্সারি স্যুট বুক করেছেন। যেখান থেকে পুরো উদয়পুরের ভিউ পাওয়া যায়।
রাজকীয় সেই বিয়েতে আমন্ত্রিত আমির খানের বলিউডের তারকাবন্ধুরাও। তাদের জন্যও বিশেষ আয়োজন রয়েছে। ইরা খান এরইমধ্যে বিয়ের কার্ড শেয়ার করেছেন। শুধু তাই নয়, প্রাক বিবাহ অনুষ্ঠানে দ্বিতীয় প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে জমিয়ে নাচতেও দেখা গেল আমির খানকে।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT