• ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

আজ মৌসুমীর  বিয়ে


বিনোদন প্রতিবেদক জানুয়ারি ১২, ২০২৪, ০৩:৩৮ পিএম
আজ মৌসুমীর  বিয়ে

ঢাকা : বিয়ের পিঁড়িতে বসছেন মৌসুমী হামিদ। পাত্র স্ক্রিপ্ট রাইটার, এক্সিকিউটিভ প্রডিউসার ও নির্মাতা আবু সাইয়িদ রানা।

বুধবার (১০ জানুয়ারি) অভিনেত্রীর নিজের বাসায় গায়ে হলুদ অনুষ্ঠিত হয়।

ছোট পরিসরে অভিনেত্রীর নিজের বাসায় এ অনুষ্ঠান হয়। শুক্রবার তাদের বিয়ে। এমনটা দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন মৌসুমী হামিদ নিজেই।

তিনি বলেন, খুব ছোট পরিসরেই আয়োজন করেছি। কাল বিয়ে। সবার কাছে দোয়া চাই যেন নতুন জীবনটা সুন্দরভাবে শুরু করতে পারি।

মৌসুমীর বরের নাম আবু সাইয়িদ। ঢাকার বাসিন্দা তিনি। অভিনেত্রী ও তার স্বামী দুজনেই শোবিজ অঙ্গনের সঙ্গে জড়িত। তবে সাইয়িদ কাজ করেন ক্যামেরার পেছনে।

পাত্রের সঙ্গে পরিচয় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, দুই থেকে আড়াই বছর আগে গোলাম সোহরাব দোদুল ভাইয়ের একটা সিরিজের কাজ করতে গিয়ে পরিচয় হয় আমাদের। এরপর একসঙ্গে ‘গুটি’ সিরিজে কাজ করেছি। সেখান থেকেই দুজনের মধ্যে ভালো জানাশোনা ও বন্ধুত্ব তৈরি হয়। এরপর আমাদের মধ্যে মন দেওয়া-নেওয়া হয়। এই সময়টুকুতে মনে হয়েছে মানুষটা আমার জীবনসঙ্গী হতে পারে। এরপর পরিবারকে জানালে তাদের সম্মতিতেই সবকিছু হয়।

এমটিআই

Wordbridge School
Link copied!