• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১

স্বামী অমির গানের ভিডিওতে আঁচল আঁখি


বিনোদন প্রতিবেদক জানুয়ারি ১২, ২০২৪, ০৪:১১ পিএম
স্বামী অমির গানের ভিডিওতে আঁচল আঁখি

ঢাকা : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা আঁচল আঁখি ও কণ্ঠশিল্পী সৈয়দ অমির দাম্পত্য জীবনের খবর জানতে হয়তো অনেকেই আগ্রহী। কিন্তু সেসব সামনে না এলেও এবার স্ক্রিনে এলো দুজনের রসায়ন। দুজনে জুটিবদ্ধ হয়ে নতুন একটি গানের ভিডিও প্রকাশ করেছেন। 

‘ভুল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার অভিষেক হয় আচল আঁখির। এরপর ‘জটিল প্রেম’ দিয়ে নজর কাড়েন এবং ‘সুলতানা বিবিয়ানা’র মাধ্যমে প্রশংসিত হন আঁচল। এরপর তার অভিনীত বেশ কিছু সিনেমা দর্শকপ্রিয় হয়েছে। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে তার বেশ কয়েকটি সিনেমা।

স্বামী সৈয়দ অমি’র ‘মাতাল’ গানের ভিডিওতে ভিন্ন লুকে হাজির হয়েছেন আঁচল। সালাহউদ্দিন সাগরের কথায় গানটির সুর করেছেন অমি নিজেই এবং সঙ্গীতায়োজন করেছেন এ এন ফরহাদ। কক্সবাজার শুটকি পল্লীতে গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ। কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। গানটিতে আরো ছিলেন চলচ্চিত্র অভিনেতা সীমান্ত। বৃহস্পতিবার ভিডিওটি মুক্তি পেয়েছে।

এ প্রসঙ্গে আঁচল বলেন, দক্ষিণের আদলে মিউজিক ভিডিওটি নির্মিত হয়েছে। এই লোকেশনে প্রথমবারের মতো মিউজিক ভিডিও চিত্রায়ণ হয়েছে। এটি ভিন্ন ধাঁচের একটি মিউজিক ভিডিও। এতে দর্শক সিনেমার স্বাদ পাবে, সিনেমার আদলে ভিডিওটি তৈরি হয়েছে। এ রকম মিউজিক ভিডিও খুব কমই হয়। গানটি প্রকাশের পর অনেকেই তাদের ভালো লাগার কথা জানিয়েছেন। আশা করছি, সব শ্রেণির দর্শকদের গান-ভিডিও ভালো লাগবে। গানটি নিয়ে আমি খুবই আশাবাদী।

এ প্রজন্মের কণ্ঠশিল্পী সৈয়দ অমি । ইতোমধ্যে ফোক ও আধুনিক ঘরানার গান করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। নিয়মিত সিনেমাতে প্লেব্যাক করছেন তিনি। নতুন গানটি নিয়ে অমি বলেন, এটি আমার অনেক পছন্দের একটি গান। গানের সঙ্গে মিল রেখে অসাধারণ একটি গল্প তৈরি করে ভিডিওটি নির্মিত হয়েছে। শুটকি পল্লীতে এর আগে মিউজিক ভিডিও নির্মিত হয়নি। ভিডিওতে আমাকে ভিন্ন ভাবে দেখা গেছে। এমন লুকে আগে দেখা যায়নি।

আঁচল ও অমির বিয়ের গল্পটা বেশ নাটকীয়। দেশ রূপান্তরকে আঁখি বলেন,‘২০২০ সালের শেষভাগে সৈয়দ অমি আমাকে একটা গান শোনাতে চাইছিল, শুনে ভালো লাগলে আমি যেন মডেল হই। কিন্তু আমি মিউজিক ভিডিও করতে আগ্রহী না। সেও লেগে রইল। একটা সময় শুনে মনে হলো করা যায়। গানটা পরিচিতি পেল। আমারও ভালো লেগেছিল। পরে আমি তাকে ফোন করে বিষয়টি জানাই। সে শুনে চমৎকৃত হয়। আমাকে খাওয়াতে চায়।’

নাটকীয় দিকে মোড় নিচ্ছিল গল্পের, এ জন্য একটু দম নিয়ে বললেন, ‘গুলশানে একটা রেস্তোরাঁয় দেখা করি, খাই। তারপর সে আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। আমি অবাক হই। মানুষ প্রেমের প্রস্তাব দেয়, কিন্তু তাই বলে সরাসরি বিয়ের প্রস্তাব? যা হোক, নিজেকে সামলে বাসায় চলে এসেছিলাম এবং আমার অজান্তে সেই প্রস্তাব আমাকে ভাবাচ্ছিল। ১৪ ফেব্রুয়ারিতে আমি তাকে ফোন করে বলি, বের হও। তোমার মায়ের সঙ্গে দেখা করব। সে আমার কথা বুঝে উঠতে পারছিল না। আমি সিরিয়াস বলছি নাকি মজা করছি সেটা একটা বিষয় বটে। ও বের হলো। আমরা কুমিল্লা চলে গেলাম ওর মায়ের বাসায়। ১৫ ফেব্রুয়ারি বিয়ে করলাম।’

বর্তমানে আঁচল অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘কর্পোরেট’, ‘চিৎকার’, ‘আয়না’, ‘কাজের ছেলে’, ‘যমজ ভুতের গল্প’, ‘চাঁদনী’ ও ‘এক পশলা বৃষ্টি’ সিনেমাগুলো। চলতি বছরই সিনেমাগুলো মুক্তি পাওয়ার কথা রয়েছে। এছাড়াও তার হাতে রয়েছে নতুন কয়েকটি সিনেমার কাজ। সিনেমাগুলোর চিত্রনাট্য নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। মুক্তি প্রতিক্ষীত সিনেমাগুলো নিয়ে আশাবাদী আঁচল।

এমটিআই

Wordbridge School
Link copied!