• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কাজের চাপে নুসরাতের সঙ্গে রোমান্স করার সুযোগ পাচ্ছেন না যশ


বিনোদন ডেস্ক জানুয়ারি ২১, ২০২৪, ০১:২৫ পিএম
কাজের চাপে নুসরাতের সঙ্গে রোমান্স করার সুযোগ পাচ্ছেন না যশ

ঢাকা : ‘কাজের চাপে সব রোমান্স হারিয়ে গেছে’, নতুন ছবি ‘সেন্টিমেন্টাল’-এর প্রচারের ফাঁকে এমন মন্তব্য করেছেন অভিনেতা যশ দাশগুপ্ত।

গত ১৯ জানুয়ারি সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে যশ দাশগুপ্ত-নুসরাত জাহান অভিনীত এবং প্রযোজিত ছবি ‘সেন্টিমেন্টাল’। প্রযোজনা সংস্থার তরফে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবির প্রিমিয়ারে ছিল তারকার চাঁদের হাট।

বহুদিন পর পর্দায় ফিরেছে যশ দাশগুপ্ত আর নুসরাত জাহানের জুটি। গত বছরই নিজেদের প্রযোজনা সংস্থা ‘ওয়াইডি ফিল্মস’ লঞ্চ করেছিলেন তারা।

যদিও ছবির প্রচারের মধ্যে আনন্দ প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে যশ স্বীকার করেছেন, সেন্টিমেন্টালের ব্যস্ততার জেরে রোমান্স হারিয়ে গেছে তার জীবন থেকে।

ওই সাক্ষাৎকারে মজা করে অভিনেতা বলেছেন, কাজের চাপে সব রোমান্স হারিয়ে গেছে। এবার ভালো স্বামী হয়ে উঠতে হবে। নুসরাতের সব অভিযোগ মেটাতে হবে যশকে। এর থেকেই বোঝা যাচ্ছে, কাজের ব্যস্ততা থেকে কয়েকটা দিন ছুটি পেতেই সময়টা নুসরাতের সঙ্গে কাটাতে চান তিনি।

ছবির প্রচারে যশ-নুসরাত দুজনেই জানিয়েছেন, যেহেতু কমার্শিয়াল ছবির হাত ধরেই দুজনের উঠে আসা, তাই প্রযোজনা সংস্থার প্রথম ছবিও পুরোপুরি রেখেছেন বাণিজ্যিক ঘরানার।

এমটিআই

Wordbridge School
Link copied!