• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

কাকে কাক বললেন বাপ্পী, নেটিজেনরা বলছেন অনন্ত জলিল


বিনোদন প্রতিবেদক ফেব্রুয়ারি ৪, ২০২৪, ০৬:৫৯ পিএম
কাকে কাক বললেন বাপ্পী, নেটিজেনরা বলছেন অনন্ত জলিল

ঢাকা : কাক যদি ময়ূরের পাখা লাগায় তাহলে সাময়িক ময়ূর মনে হলেও সে কাকই থেকে যাবে। এমন একটি স্ট্যাটাস দিয়েছেন বাপ্পী চৌধুরী।

বাপ্পী লিখেছেন, বর্তমানে কাককে জোর করে ময়ূর সাজানোর অপচেষ্টা হচ্ছে। কারণ দিনশেষে কাক তো কাকই থাকবে! শুধু সময়ের ব্যবধানে ময়ূরগুলো হারিয়ে যাবে।

ভালোবাসার রঙ খ্যাত এই নায়কের এমন পোস্টে চলচ্চিত্রপাড়ায় রীতিমতো তোলপাড় চলছে। এই পোস্টের মন্তব্যের ঘরে অজস্র মন্তব্যে নেটিজেনরা বলছেন, অনন্ত জলিলকে নিয়ে বাপ্পী এই পোস্ট দিয়েছেন।  

কেননা সর্বশেষ খবর অনুযায়ী অনন্ত জলিল মাসুদ রানা হিসেবে পর্দায় আসতে চলেছেন। আর ঠিক সেই ঘর থেকেই অনন্ত জলিল আসছেন যে ঘরটি ছিল বাপ্পীর, মানে জাজ মাল্টিমিডিয়া। একই সঙ্গে জাজ মাল্টিমিডিয়া ও অনন্ত জলিল- একি ঢিলে দুই পাখি মেরেছেন বাপ্পী- বলছেন নেটিজেনরা।

অনেকেই আবার বাপ্পীর সমালোচনাও করেছেন।বাপ্পীর অভিনয় জ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন। কেউ কেউ বলছেন, যে ঘরে বাপ্পী ময়ূর ছিল সেখানে কাককে এনে ময়ূর বানানো হচ্ছে। এই নকল ময়ূর থাকবে না। বাপ্পীর মতো আসল ময়ূর থাকবে।

এমটিআই

 

Wordbridge School
Link copied!