Menu
ঢাকা : বারিশ হক এই মুহূর্তে আলোচিত ইনফ্লুয়েন্সার। উদ্যোক্তাদের নানা অনুষ্ঠানে তাকে দেখা যায়। এছাড়াও বিভিন্ন ফেসবুক পেইজ থেকেও বারিশ হক বিভিন্ন পণ্যের প্রচারণাও করেন। তিনি উপস্থাপনাও করেন। বলা যায় বারিশ হক দেশের শোবিজ অঙ্গনে বেশ পরিচিত মুখ।
কিন্তু এই বারিশ হককেই রুচির দুর্ভিক্ষ বললেন আরেকজন অভিনেত্রী। অভিনেত্রী শাকিবা নিজের ফেসবুকে লিখেছেন, ‘এই জাতির ভবিষ্যৎ অন্ধকার। ভেবেছিলাম বই মেলায় যাবো। রুচির দুর্ভিক্ষ বইমেলা পর্যন্ত পৌঁছায় গেছে।’
কেন বললেন? কারণ বারিশ হক এবারের বইমেলায় একটি বই প্রকাশ করেছেন। বইয়ের নাম পূর্ণতা। শুধু বারিশ হককেই নয়, খন্দকার মুশতাক আহমেদ ও ডা. সাবরিনাকে উদ্দেশ্য করেও একই কথা বলেছেন।
শাকিবার পোস্টে একজন লিখেছেন, ‘আমাদের জাতির কাম সারা অনেক আগেই। শুধু ডিজিটালের নামে চলছে ডামি চাপা বাজির আকাশ ছোয়া উন্নয়ন। জনগনের মত প্রকাশের স্বাধীনতা যে দেশে নাই সে দেশে এমনি হবে।
আরেকজন লিখেছেন, ‘দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা দিয়েই বুঝে নেন জাতির ভবিষ্যৎ কেমন।’
অভিনেত্রী শাকিবা জীবনের গ্যারান্টি নাই, ভণ্ড নেতা, বাঁচাও দেশ, মাঝির ছেলে ব্যারিস্টার, দুর্ধর্ষ, বস্তির ছেলে কোটিপতি, এক জবান, মাটির ঠিকানা ও রূপান্তর চলচ্চিত্রে অভিনয় করেছেন।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT