Menu
ঢাকা : অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে একটি ছবির শুটিং-এ ব্যস্ত ছিলেন তিনি। শুটিং চলাকালীনই ফ্লোরের মধ্যে অসুস্থ বোধ করেন।
সেখানেই বসে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে অভিনেতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কী কারণে তিনি অসুস্থ হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।
মিঠুন বর্তমানে অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন। নিউরো মেডিসিন বিশেষজ্ঞ সঞ্জয় ভৌমিকের অধীনে জরুরি ওয়ার্ডের ৪৮ নম্বর বেডে ভর্তি রয়েছেন ৭৪ বছর বয়সী মিঠুন। কলকাতায় তিনি গত কয়েক দিন ধরে রয়েছেন ‘শাস্ত্রী’ ছবির শ্যুটিং এর জন্য।
প্রাথমিকভাবে তাঁর এমআরআই করা হচ্ছে। এরপর পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গেছে, তাঁকে সোহম চক্রবর্তী হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মিঠুনের শারীরিক যে সমস্যাগুলো দেখা দিয়েছে, তা প্রাথমিক ভাবে মিলে যাচ্ছে স্ট্রোকের উপসর্গের সঙ্গে। তবে স্ট্রোক হয়েছে কি না, তাঁকে কোন বিভাগে ভর্তি করা হবে, কোন চিকিৎসকরা তাঁকে দেখবেন, সবটাই সিদ্ধান্ত নেওয়া যাবে এমআরআই রিপোর্ট দেখে।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT