• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

‘দরদ’ এর টিজার দেখানো হবে বুর্জ খলিফায়


বিনোদন প্রতিবেদক ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ০২:৫৯ পিএম
‘দরদ’ এর টিজার দেখানো হবে বুর্জ খলিফায়

ঢাকা : শুটিং শেষে এখন চলছে শাকিব খানের ‘দরদ’ সিনেমা মুক্তির প্রস্তুতি। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক। যেখানে বিধ্বংসী লুকে শাকিবের দেখা মিলেছে।

এবার জানা গেল, ‘দরদ’ সিনেমার প্রথম টিজার প্রকাশ হবে বুর্জ খলিফায়। যা এর আগে কোনও বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে হয়নি। বিষয়টি ঘোষণা দিয়েছেন নির্মাতা অনন্য মামুন। 

অনন্য মামুন জানান, ‘দরদ’ সিনেমার প্রথম টিজার প্রকাশ হবে বুর্জ খলিফায়। এক ভিডিও বার্তায় মামুন বললেন, আমি স্বপ্ন দেখি, দুবাইয়ের বুর্জ খলিফার সামনে আমি, শাকিব ভাই, সোনাল চৌহানসহ অন্যান্য আর্টিস্ট দাঁড়িয়ে আছি। আর বুর্জ খলিফার আকাশছোঁয়া ভবনের গায়ে দরদ এর টিজার ভাসছে। হ্যাঁ, এটা কিন্তু আর স্বপ্ন না। এটা হলো সারপ্রাইজ! দরদ এর প্রথম ২০ সেকেন্ডের প্রমো দেখানো হবে বুর্জ খলিফায়।

সাইকো থ্রিলার ও রোমান্টিক অ্যাকশন ধরনের ছবি ‘দরদ’। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি। এতে শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান। আরও আছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারুয়া, এলিনা শাম্মী।

বাংলার পাশাপাশি সিনেমাটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম, কন্নড় ভাষায়। ফেব্রুয়ারিতে ‘দরদ’ মুক্তির কথা থাকলেও সেটি হচ্ছে না। তবে পরিচালক অনন্য মামুন এক ভিডিও বার্তায় জানান, দুই ঈদ ছাড়া যেকোনো সময় সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে।

এমটিআই

Wordbridge School
Link copied!