• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ঈদের তিন সিনেমার নায়ক রাজ


বিনোদন প্রতিবেদন ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ১২:৩৫ পিএম
ঈদের তিন সিনেমার নায়ক রাজ

ঢাকা : প্রায় দেড় বছর বিরতি কাটিয়ে আবারও নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে ফিরছেন শরীফুল রাজ। ব্যক্তিজীবন নিয়ে নানা আলোচনা-সমালোচনার ভিড়ে সিনেমা অনিয়মিত তিনি। তবে আসছে রোজার ঈদে একটি নয়, তিনটি সিনেমা মুক্তি পাবে তার।

মোস্তফা কামাল রাজের ‘ওমর’ ও গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’র পর ঈদে মুক্তির তালিকায় যোগ হয়েছে মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’।

দ্বিতীয় পোস্টার প্রকাশের মাধ্যমে মুক্তির তারিখ জানানো হয় দেয়ালের দেশ সিনেমার। প্রথম পোস্টারের মতো নতুন পোস্টারেও খানিকটা রহস্য রেখেছেন নির্মাতা। যেখানে শবনম বুবলী ও শরিফুল রাজ বসে আছেন সমান্তরালে। দুজনেরই অর্ধেক শরীর দেখানো হয়েছে। হুইলচেয়ারে বসা বুবলীর পরনে লাল শাড়ি, খোঁপায় ঝুলে আছে বেলি ফুলের মালা। অপর প্রান্তে রাজ।

সরকারি অনুদানের সিনেমাটি পরিচালনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মিশুক মনি। সিনেমার সহপ্রযোজকও তিনি।

দেয়ালের দেশ সিনেমায় রাজ-বুবলী ছাড়া আরও আছেন আজিজুল হাকিম, সাবেরী আলম, স্বাগতা, শাহাদাত হোসেন প্রমুখ। অন্যদিকে, ‘কাজলরেখা’ সিনেমায় রাজের নায়িকা মন্দিরা চক্রবর্তী। এটিও সরকারি অনুদানের সিনেমা।

মৈমনসিংহ গীতিকার ‘কাজলরেখা’ পালা অবলম্বনে নির্মিত হয়েছে এটি। অভিনয়ে আরও আছেন রাফিয়াত রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মান, শাহানা সুমী, রহমত আলী, গাউসুল আলম শাওন প্রমুখ।

ঈদে মুক্তির তালিকায় থাকা রাজের আরেক সিনেমা ‘ওমর’-এর নায়িকার নাম এখনো প্রকাশ করা হয়নি। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

এমটিআই

Wordbridge School
Link copied!