Menu
ঢাকা : সোশ্যালে বেশ সরব বলিউডের অন্যতম গ্ল্যামারাস অভিনেত্রী জাহ্নবী কাপুর। ঘোরা থেকে শুরু করে বিভিন্ন সময়ের ছবিই তিনি সোশ্যালে শেয়ার করেন। সোশ্যাল সদ্যই তিনি সাদা ডিজাইনার শাড়িতে নতুন ছবি শেয়ার করেছেন, যা নেটদুনিয়ায় ঝড় তুলেছে।
জাহ্নবীর পরা এই শাড়িটি ডিজাইন করেছেন তরুণ তাহিলিয়ানি। তবে শাড়ির থেকেও বেশি, জাহ্নবীর পরা ব্লাউজ সবার নজর কেড়েছে। এই ব্লাউজে মুক্তার নকশা এমনভাবে করা হয়েছে যেন মনে হয় গলায় মালা পরা হয়েছে।
জাহ্নবী কাপুরের নতুন এই ছবি সোশ্যালে ভাইরাল হয়েছে এবং তার ছবিতে লাইক ও মন্তব্য আসছে।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT