• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

এবার সিয়ামের সঙ্গে জুটি বাধঁছেন ইধিকা


বিনোদন প্রতিবেদক ফেব্রুয়ারি ২৪, ২০২৪, ০১:২৫ পিএম
এবার সিয়ামের সঙ্গে জুটি বাধঁছেন ইধিকা

ঢাকা : ফের বাংলাদেশি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। 'সিকান্দার' নামক একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন প্রিয়তমা খ্যাত এই নায়িকা। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ।

ইধিকা পালের তৃতীয় বাংলাদেশি সিনেমা হবে 'সিকান্দার'। এর আগে 'প্রিয়তমা' ও 'কবি' নামক দুটি বাংলাদেশি সিনামায় অভিনয় করেছেন ইধিকা। শাকিব খান অভিনীত হিমেল আশরাফ পরিচালিত ব্লকবাস্টার 'প্রিয়তমা' সিনেমায় প্রথম অভিনয় করে বেশ আলোচিত হন ইধিকা। এরপরে শরীফুল রাজের বিপরীতে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত 'কবি' সিনেমায় অভিনয় করেছেন তিনি।

'সিকান্দার' সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ইধিকা ও সিয়াম এই সিনেমায় অভিনয় করবেন। তাদের দুজনের সঙ্গে কয়েকবার সিনেমার গল্প নিয়ে বসা হয়েছে।

'সিকান্দার' সিনেমাটি প্রেম ও সংকটের গল্প নিয়ে তৈরি হবে। এটির পরিচালক তানিম রহমান অংশু। যৌথভাবে সিনেমাটির গল্প লিখেছেন তানিম রহমান অংশু, সরদার সানিয়াত ও অনন্য মামুন। সিনেমাটির শুটিং শুরু হবে আগামী মার্চ থেকে।

এমটিআই

Wordbridge School
Link copied!