• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমা নিয়ে যা বললেন আমির


বিনোদন ডেস্ক ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ১১:৩৮ এএম
‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমা নিয়ে যা বললেন আমির

ঢাকা: বলিউড তারকা আমির খানের নাম এলে অবধারিতভাবে জুড়ে দেওয়া হয় ‘মিস্টার পারফেকশনিস্ট’ তকমা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তকমা নিয়ে মুখ খুললেন অভিনেতা। খবর টাইমস অব ইন্ডিয়ার।

আমির খান মনে করেন, ‘মিস্টার পারফেকশনিস্ট’ ভুল তকমা। তিনি বলেন, ‘আমি কোনো পারফেকশনিস্ট নই। আমি এমন একজন যে শুধু কঠোর পরিশ্রম করতে ভালোবাসে এবং নিজের কাজকে ভালোবাসে।’

বহুদিন ধরে নিজেকে বড় পর্দা থেকে দূরে রেখেছেন আমির খান। তাকে শেষ দেখা যায় ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়।


 
সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর থেকেই অভিনয় থেকে সাময়িক বিরতির কথা ঘোষণা করেন আমির।  

তবে অভিনেতার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, চলতি বছরই একাধিক নতুন সিনেমার ঘোষণা দিতে পারেন আমির খান। বিরতির সময় তার কাছে অনেক নতুন চিত্রনাট্য জমা হয়েছে। কিন্তু অনেক দিন তিনি সেসব চিত্রনাট্য পড়েননি। এখন আবার চিত্রনাট্য পড়া শুরু করেছেন।

এআর

Wordbridge School
Link copied!