• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সংগীতশিল্পী পঙ্কজ উদাস মারা গেছেন


বিনোদন ডেস্ক ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ০৫:৫৩ পিএম
সংগীতশিল্পী পঙ্কজ উদাস মারা গেছেন

ঢাকা: ভারতের প্রবাদপ্রতিম গজল সংগীতশিল্পী পঙ্কজ উদাস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন পঙ্কজ উদাস। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শিল্পীর মেয়ে নায়াব উধাস। তিনি বলেন, ‘‘গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, পদ্মশ্রী শিল্পী পঙ্কজ উধাস ২৬ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন।’’ 

এদিকে গায়কের পরিবারের তরফ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অত্যন্ত ভারী মনের সঙ্গে জানাচ্ছি, পদ্মশ্রী পঙ্কজ উদাস প্রয়াত হয়েছেন, ২৬শে ফেব্রুয়ারি। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন।’

আরও বলা হয়েছে, ‌‘পঙ্কজ স্যার দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এবং গত কয়েকদিন ধরে একেবারেই সুস্থ ছিলেন না। আজ সকাল ১১টার দিকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

১৯৫১ সালের ১৭ মে গুজরাতের জেটপুরে জন্মগ্রহণ করেন পঙ্কজ উধাস। সংগীতে তার হাতেখড়ি পরিবার থেকে। পরে মুম্বাই আসেন গোয়ালিয়র ঘরানার জনপ্রিয় শিল্পী নবরং নাগপুরকরের কাছে তালিম নিতে। 

সিনেমার গানে পঙ্কজ উদাসের পথচলা শুরু ১৯৮৯ সালে। তাকে তারকা খ্যাতি এনে দেয়  ‘চিঠঠি আয়ি হ্যয়’। এরপর অসংখ্য শ্রোতাপ্রি গান উপহার দিয়েছেন এ গায়ক। 

পঙ্কজ উদাসের গাওয়া গজলের মধ্যে ‘চান্দি জ্যায়সা রঙ্গ’, ‘না কাজ়রে কি ধার’, ‘দিওয়ারোঁ সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনকাব’ উল্লেখযোগ্য।

এমএস

Wordbridge School
Link copied!