ঢাকা : বলিউডে সেভাবে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে পারেননি ধর্মেন্দ্র-হেমার বড় মেয়ে এষা দেওল। এবার নিজের ভাগ্যপরীক্ষায় নামলেন তিনি। মা হেমা মালিনীর মতোই রাজনীতিতে যোগ দিচ্ছেন তিনি। মেয়ে এষা যে খুব তাড়াতাড়ি রাজনীতির ময়দানে নামছেন সে কথা নিজমুখেই জানালেন মা হেমা।
বিগত ৩ বারের মথুরার সাংসদ বলিউডের ‘ড্রিমগার্ল’। বিজেপির টিকিটেই সাংসদ হিসেবে হ্যাটট্রিক করেছেন তিনি।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে ‘ড্রিমগার্ল’ জানিয়েছেন, ‘এষার রাজনীতির দিকে বেশ ঝোঁক রয়েছে। ও খুব পছন্দ করে রাজনীতি। তাই ও চাইলেই রাজনীতিতে যোগ দিতে পারে।’
এমটিআই