• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

গোপনে দেশ ছাড়লেন শাবনূর


বিনোদন প্রতিবেদক ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ১১:২৩ এএম
গোপনে দেশ ছাড়লেন শাবনূর

ঢাকা : সিনেমা ছেড়ে অস্ট্রেলিয়ায় স্থায়ী হয়েছেন বেশ আগেই। মাঝে মধ্যে দেশে আসেন। এসেই সিনেমা নিয়ে আলোচনার তুঙ্গে থাকেন। যথারীতি গত বছরের শেষদিকে দেশে এসেছিলেন। নিজের জন্মদিনে ঘোষণা দিয়েছিলেন নতুন সিনেমায় অভিনয়ের।

চয়নিকা চৌধুরীর পরিচালনায় মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বেঁধে একটি সিনেমায় অভিনয়ের কথা বলেছিলেন। এরই মধ্যে অন্য আরেকজন পরিচালকের সঙ্গেও কাজ করার ঘোষণা দেন।

মোটামুটি দুটি সিনেমায় অভিনয় করছেন এটা নিশ্চিতভাবেই জানিয়েছেন তিনি। সিনেমা দুটির জন্য নিজেকে প্রস্তুতও করছেন বলে খবর প্রকাশ হয়েছে। কারণ বেশ মুটিয়ে গেছেন এ নায়িকা। তাই শারীরিকভাবে ফিট হওয়াটাই ছিল তার জরুরি এবং সেটা করছিলেনও।

এরই মধ্যে আবার গোপনে দেশত্যাগ করেছেন শাবনূর। তার ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে ১১ ফেব্রুয়ারি দেশ ছেড়েছেন এ নায়িকা। কবে আবার আসবেন সেটা জানাননি। শাবনূরের চলে যাওয়ার কারণে সিনেমাগুলোর কাজ যে থমকে যাবে, এটা বলা যায় নিশ্চিত।

এমটিআই

Wordbridge School
Link copied!