• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
অভিযোগ রাকিবের

‘মাহিয়া মাহি কুফুরি দ্বারা আক্রান্ত’


বিনোদন ডেস্ক মার্চ ৩, ২০২৪, ০১:৪৭ পিএম
‘মাহিয়া মাহি কুফুরি দ্বারা আক্রান্ত’

ঢাকা : বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পরপরই একে অপরকে নিয়ে নিয়মিত স্ট্যাটাস দিয়ে চলেছেন ঢাকাই ছবির নায়িকা মাহিয়া মাহি ও ব্যবসায়ী রকিব সরকার।

মাহিকে নিয়ে এবার বিস্ফোরক স্ট্যাটাস দিয়েছেন তার স্বামী রকিব সরকার। ২৮ ফেব্রুয়ারি মধ্যরাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেছেন, মাহি দীর্ঘদিন ধরে কুফুরি দ্বারা আক্রান্ত।

লিখেছেন, ‘মাহি দীর্ঘদিন ধরে কুফুরি দ্বারা আক্রান্ত। মাহিকে নিয়ে কেউ বাজে কথা বইলেন না, প্লিজ। আমি অনেক কষ্ট পাই। একসাথে না থাকলেও তাকে আমি ভালোবাসি। ফারিশের মা হিসেবে তার সম্মান অনেক ঊর্ধ্বে।’

তবে তাদের এই এমন স্ট্যাটাস চালাচালিতে কেউ কাউকে গুরুত্ব দিতে নারাজ। এর আগে রকিবের বিভিন্ন স্ট্যাটাসের জবাবে গত মঙ্গলবার রাতে এক ভিডিওবার্তায় মাহি বলেন, ‘রকিব ফেসবুকে কী লিখল, কী লিখল না সেটা আমার কিছু না, আমি ডোন্ট কেয়ার।

আমার পেটের মধ্যে বোমা মারলেও, আমার মাথায় পিস্তল ধরলেও আমি রকিবের ব্যাপারে খারাপ কিছু বলতে পারব না। আমি তাকে সম্মান করি এবং এটা মৃত্যু পর্যন্ত থাকবে। ওর কী কোনো নেগেটিভ সাইট নাই? দুইটা মানুষ প্রেম করার সময় বোঝা যায় না কার কী প্রবলেম। বিয়ের হলে বোঝা যায় কার কী প্রবলেম।’

অভিনেত্রী আরও বলেন, ‘রকিব আমার স্বামী ছিলেন, আমার ভালোবাসার মানুষ ছিলেন। আমি তাকে ভালোবাসছি। অল্প না, অনেক ভালোবাসছি। যার কারণে আমি সিনেমা থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। কেন গিয়েছি, কারণ তিনি তা পছন্দ করতেন না। সে আমাকে কখনো বলে নাই যে তুমি সিনেমা করতে পারবে না। আমার মনে হয়েছে যে ওরে এটা (সিনেমা) পছন্দ না। আমি এজন্য সিনেমা থেকে সরে গিয়েছিলাম।’

এমটিআই

Wordbridge School
Link copied!