• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

জেমসকে মহাগুরু সম্মোধন করলেন শিল্পী রুপম


বিনোদন ডেস্ক মার্চ ৫, ২০২৪, ০৯:২৫ পিএম
জেমসকে মহাগুরু সম্মোধন করলেন শিল্পী রুপম

ঢাকা: জেমসের সঙ্গে দেখা হলো রুপম ইসলামের। যদিও একটা সময় রুপমের বাংলাদেশ বিদ্বেষ তীব্র হয়ে উঠেছিল। সেই রুপম জেমসকে পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠলেন, সম্বোধন করলেন ‘মহাগুরু।’ অথচ বাংলাদেশের মাইলসের সঙ্গে ত্মুল মনস্তাত্ত্বিক যুদ্ধ চলেছে, চলে প্রকাশ্যে কণ্ঠ যুদ্ধ।

কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে গত ৩ মার্চ ‘দুই বাংলার মেলবন্ধন’ শিরোনামে কনসার্টের আয়োজন করা হয়েছিল। তাতে পারফর্ম করে জেমসের ব্যান্ড নগরবাউল ও রূপমের ব্যান্ড ফসিলস। এ কনসার্টের মাধ্যমে চার বছর পর কলকাতায় গাইলেন জেমস। সেই মঞ্চেই জেমসকে মহাগুরু বলে সম্মোধন করেন রূপম।

নেপথ্য মঞ্চে জেমসের সঙ্গে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রূপম লিখেছেন, ‘গতকালের সন্ধ্যে। মহাগুরুর হাসিমুখ। একটি আলোকচিত্র, যা বাঙ্ময়।’

‘পুজোওয়ালাদের গান পুজোয়, দুই বাংলার মেলবন্ধন’ শিরোনামের কনসার্টটির আয়োজন করে ফোরাম ফর দুর্গোৎসব। একই মঞ্চে দুই বাংলার দুই তারকার সুরের বন্ধনের সাক্ষীও হলো কলকাতাবাসী। তাই তো আয়োজকেরা কনসার্টের ট্যাগ লাইন রেখেছিলেন ‘দুই বাংলার মেলবন্ধন’।

এএন/আইএ

Wordbridge School
Link copied!