• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আতঙ্কে অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন মাহি!


নিজস্ব প্রতিবেদক মার্চ ৫, ২০২৪, ১১:২৬ পিএম
আতঙ্কে অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন মাহি!

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক হঠাৎ করে নিস্ক্রিয় হয়ে পড়েছে। বাংলাদেশসহ বিশ্বব্যাপী হঠাৎ করেই ব্যবহারকারীদের আইডি লগআউট হয়ে যায়। ব্যবহারকারীরা কেউ ফেসবুকে লগইন করতে পারছেন না। আজ মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে রাজধানীসহ গোটা দেশে এমন সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। সেই তালিকায় রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। হঠাৎ ফেসবুক ডাউন হওয়ায় নিজের আইডি লক আউটে আতঙ্কিত হয়ে উঠেন এই নায়িকা। 

যদিও সন্ধ্যায় মাহিয়া মাহি উপস্থিত হয়েছিলেন রাজধানীর সীমান্ত সম্ভারের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। সেখানে উপস্থিত ছিলেন কন্টেন্ট ক্রিয়েটরসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। বিষয়টি নিয়ে হতভম্ব হন মাহি। 

এছাড়াও এই নায়িকা অনুষ্ঠানে কন্টেন্ট ক্রিয়েটরদের উপর মেজাজ হারিয়েও স্থান ত্যাগ করার কথাও তুলেছেন অনেকে। 

তবে ব্যবহারকারীদের আশার কথা জানিয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেয়া স্ট্যাটাসে তিনি বলেন, মজা করুন, সমস্যা নেই। কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।

ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অনেকেও একই সমস্যার কথা বলেছেন। সামাজিক যোগাযোগের তিনটি প্ল্যাটফর্মই প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার মালিকানাধীন।

সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের পরিসংখ্যানে দেখা গেছে, রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার ৮১৭ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, পুরো বিশ্বজুড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের কোথাও কেউ ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রবেশ করতে পারছে না। এই দুটি মাধ্যমের ওয়েবসাইট এবং অ্যাপস দুটিই অকার্যকর হয়ে পড়েছে। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, কেউ কেউ লগইন করতে পারছেন। তবে অনেকেই এখনও জনপ্রিয় মাধ্যমটিতে ঢুকতে ব্যর্থ হচ্ছেন।  

Wordbridge School
Link copied!