ঢাকা: মডেল অভিনেতা নিরব। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মাস খানিক বাকি থাকলেও মাঝে মাঝে হঠাৎ করেই এফডিসিতে এসে হাজির হন তিনি। কিন্তু কেন? তবে কি নিরব শিল্পী সমিতির নির্বাচন করতে চলেছেন?
হেসে এসব কথা উড়িয়ে দিয়ে নিরব জানান, সামনে মাহে রমজান। রমজান উপলক্ষে মাছরাঙা টেলিভিশনের ২৯ পর্বের বিশেষ আয়োজন জিরোক্যাল ড্রিংকস এন্ড ডেসার্ট এর একটি রান্না বিষয়ক শুটিংয়ে হাজির হয়েছেন তিনি। এটি পুরো রমজান মাসে ইফতারির আগে প্রচার করা হবে চ্যানেলটিতে। তিনি আরও জানান, মাঝে মাঝে শুটিংয়ের ফাঁকে এসে এটির শুটিং করতে হচ্ছে তাকে। এটির শুটিং হচ্ছে এফডিসির ৭ নং ফ্লোরে।
উল্লেখ্য, সম্প্রতি নিরব বর্তমানে 'অপারেশন জ্যাকপট' দ্বিতীয় লটের শুটিং শেষ করছেন। এছাড়াও গেল সপ্তাহে নিরব - অপু বিশ্বাস জুটি বেঁধে 'ছায়াবৃক্ষ' ছবিটি মুক্তি পেয়েছে।
এএন/আইএ